উইকেট নয় পারফরম্যান্স নিয়ে চিন্তিত মাহমুদুল্লাহ

ছবি:

ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে মিরপুরের উইকেট। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টাইগারদের হারের পেছনে অনেকেই দায়ী করছেন হোম অব ক্রিকেটের উইকেটকে।
তারপর, দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচে এই মিরপুরেই মাত্র ৩ দিনে টেস্ট হেরেছে স্বাগতিকরা। ফলে টি২০ সিরিজ শুরু আগেও আলোচনায় 'মিরপুরের উইকেট'।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, উইকেট নিয়ে চিন্তা করলে তা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।

মাহমুদুল্লাহর ভাষ্যমতে, "আমি একটা জিনিস চিন্তা করছি , উইকেট নিয়ে আমরা যদি চাপ নেই তবে পারফরম্যান্সে আরও বেশি চাপ পড়বে। দলের পারফরম্যান্সেও তা প্রভাব ফেলবে। পিচ নিয়ে চিন্তা করলে আমি মনে করিনা আমাদের কোনো উপকারে আসবে।"
তবে, উইকেটের কথা চিন্তা না করে নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিলে তা দলের জন্য ভালো হবে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এই প্রসঙ্গে তিনি বলেন, "পিচ নিয়ে যদি এতো চিন্তা করেন তাহলে আমার মনে হয় না টিমের পারফরম্যান্সে কোনো ভালো প্রভাব পড়বে। তো এই জিনিসগুলো সাইডে রেখে আমরা যদি আমাদের কাজ নিয়ে চিন্তা করি…যত তাড়াতাড়ি সম্ভব উইকেট এসেস করতে পারি ওইটা আমাদের জন্য বেটার হবে।"