promotional_ad

হাথুরুসিংহের টোটকা কাজে লাগবে শুভাশিসের?

promotional_ad

টাইগার পেসার শুভাশিস রায়ের সময়টা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা হয়নি। বাজে ফর্মের কারণে খেলতে পারেননি লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজও।


বাউন্স ও আউট সুইংয়ে দুর্দান্ত শুভাশিস এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। মঙ্গলবার লঙ্কানদের অনুশীলনের ফাঁকে সাবেক টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে দেখা গেছে এই পেসারকে।


নিজের ভুল ত্রুটি সুধরে নিতেই হাথুরুসিংহের দ্বারস্থ হয়েছিলেন শুভাশিস। সাবেক গুরুও তাকে নিরাশ করেননি। ছোটোখাটো কিছু পরামর্শ দিয়েছেন। সঙ্গে শুভকামনা জনিয়েছেন সুন্দর আগামীর জন্য।



promotional_ad

এই প্রসঙ্গে শুভাশিস বলেছেন, 'তিনি বলেছেন তোমার সিম ও পজিশন অনেক ভালো। তুমি ফিট থাকো। স্ট্রেংথ আর রান আপ নিয়ে চম্পাকার সাথে কাজ করো। আগামিতে খেলার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। সঙ্গে কঠিন পরিশ্রম করতে বলেছে। এবং উৎসাহ দিয়েছে।'


এদিকে, হাথুরুসিংহের নজরে পড়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু শুভাশিসের। এখন পর্যন্ত সাদা পোষাকে ৪ টি ম্যাচ খেলে ফেললেও উইকেট নিতে পেরেছেন মাত্র ৯ টি।


আর রঙিন পোষেক ১ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন শুভাশিস। এখানেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই পেসার। নামের পাশে মাত্র ১ উইকেট যোগ করতে পেরেছেন। এখন দেখার বিষয় হাথুরুসিংহের টোটকা কতোটা কাজে দেয় শুভাশিসের।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball