উইকেটের চরিত্র আগে থেকেই জানতেন হাথুরুসিংহে?

ছবি:

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছিলো বাংলাদেশ। এরপরে মিরপুরের টেস্টে ফলাফল আনতে স্পিনিং ট্র্যাকে খেলতে চেয়েছিল তারা।
তবে লঙ্কান দলে রঙ্গনা হেরাথ সহ বেশ কয়েকজন অভিজ্ঞ স্পিনার থাকায় রীতিমতো বাজিই ছিল টাইগারদের সেই চাওয়া। শেষমেশ বাজিতে হারতে হয়েছে টাইগারদের। আর এই বাজির পক্ষপাতী নন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
সময় টিভির কাছে আক্ষেপ প্রকাশ করে বলেন, "একটা টেস্ট ম্যাচ হলো। কিন্তু, কেউ কি বলতে পারবেন, ঢাকা টেস্টে দুই দলের ব্যাটসম্যানরা পুল শট হুক শট কিংবা ডাক করেছেন খুব বেশি। না এমন হয়নি। বরং ব্যাটফুট ফন্টফুট আর ডাউন দ্য উইকেটে এসেই খেলতে হয়েছে ব্যাটসম্যানদের।

"উইকেট স্পিন স্বর্গী হলে ব্যাটসম্যানরা এই গ্রামারে খেলবেন এটাই স্বাভাবিক। কিন্তু, দলটি যখন উপমহাদেশের। তখন পুরোপুরি স্পিন ট্র্যাক উইকেট তৈরির সিদ্ধান্ত কি সঠিক হয়েছে? অনেকটা প্রশ্নপত্র ফাঁসের মতোই ঘটনা।"
তবে এই বিষয়টিকে প্রশ্নপত্র ফাঁসের সাথে তুলনা করার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এক্ষেত্রে লঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহের দূরদর্শিতার কথাও জানান তিনি।
"ঢাকা টেস্টের আগের দিন লঙ্কান কোচ হাথুরুসিংহে উইকেট দেখে একাদশে স্পিনারদের প্রাধান্য দেন। বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের পরিকল্পনা ঠিকই আচ করতে পেরেছেন দুরদর্শি হাথুরু। তাই মাঠের ক্রিকেটের মতো মস্তিষ্কের ক্রিকেটের কাছেও হেরেছে বাংলাদেশ।"