promotional_ad

সাদা পোশাকের রাজ্জাকে স্বপ্ন বুনছেন রফিক

promotional_ad

"কারও কথা শুনে ক্রিকেট খেলবি না। যতদিন শরীরে কুলায় খেলে যাবি।"-- গেলো বছরের বিপিএলে আব্দুর রাজ্জাককে এমন পরামর্শই দিয়েছেন জাতীয় দলের কিংবদন্তী স্পিনার মোহাম্মদ রফিক।


মূলত ২০১৪ সালের পর থেকে জাতীয় দলে উপেক্ষিত রাজ্জাককে তখন থেকেই জাতীয় দলে দেখতে চেয়েছিলেন দেশের ইতিহাসের সেরা বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। 


আর বৃহস্পতিবার শুরু হওয়া ঢাকা টেস্টে যখন রাজ্জাক ফিরলেন, তখনই উচ্ছ্বসিত রফিক। এরমাঝে আবার রাজ্জাকের পারফর্মেন্সও মন ভরিয়ে দিয়েছে রফিকের। চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে রফিক জানান,



promotional_ad

"ওকে (রাজ্জাক) খেলায়নি তার জবাব মাঠেই দিয়ে দিয়েছে। যারা ম্যানেজমেন্টে আছে তারাই বুঝতে পারবে ওকে কেন এতদিন খেলায়নি, জবাবটা তো মাঠেই দিয়েছে। এখন আর কথা হবে না।"


উল্লেখ্য, ঢাকা টেস্টের প্রথম দিনেই নিজের জাত পুনরায় চিনিয়েছেন আব্দুর রাজ্জাক। ৬৩ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। এরমধ্যে লঙ্কান টপ অর্ডারের পাঁচটি উইকেটের চারটি নিয়েছেন তিনি। 


আর তার পারফর্মেন্সে স্বভাবতই আনন্দিত রফিক। রফিকের মতে, টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যবহার করা উচিত বোর্ডের। আর রাজ্জাকেরও উচিত যতদিন ফিটনেস থাকে ততদিন জাতীয় দলের হয়ে খেলার। এই প্রসঙ্গে রফিক জানিয়েছেন, 



"টেস্ট ম্যাচে সিনিয়র প্লেয়ারদের দরকার। অভিজ্ঞতা হল এপর্যায়ে খেলতে খেলতে আসে। একজন সিনিয়র প্লেয়ার যে টেকনিকে খেলবে, একজন জুনিয়র সে টেকনিকে খেলবে না। টেস্ট ক্রিকেটটাই সিনিয়র খেলোয়াড়দের। "পরিণত না হলে পারবে না। ওয়ানেডেতে, টি-টুয়েন্টিতে অনেক সময় ৪-৫জন নতুন প্লেয়ারও খেলে। টেস্টে কয়টা পরিবর্তন হয়? রাজ্জাক যেদিন পর্যন্ত ফিট থাকে, শরীরে কুলায়, খেলা উচিত।"





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball