promotional_ad

মমিনুলের রান আউটকেই টার্নিং পয়েন্ট মানছেন সুজন

promotional_ad

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের উচিৎ জবাব দিয়েছিলেন টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। ঢাকা টেস্টেও মমিনুলের জ্বলে ওঠা দেখার প্রত্যাশায় ছিলো দেশের হাজারো ক্রিকেট প্রেমী। 


তবে এবার হতাশ করেছেন মমিনুল। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে রান আউটের শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে। বলা যায় অলসতার খেসারত দিতে হয়েছে তাঁকে। ইমরুল কায়েসের আহ্বানে সাড়া দিয়ে রান নিতে গিয়ে অপর প্রান্তে পৌঁছানোর আগেই অলস ভাবে হাঁটা শুরু করেন তিনি।


কিন্তু ব্যাট যে ক্রিজে রাখবেন সেটি হয়তো মাথাতেই ছিলো না তার। আর এই ফাঁকে লঙ্কান উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা বেল ফেলে দিয়ে রান আউট করে দেন মমিনুলকে। আর মমিনুলের বিদায়ের পর দ্রুতই ২ উইকেট হারিয়ে আরো বিপদে পড়ে বাংলাদেশ।



promotional_ad

শেষ পর্যন্ত লঙ্কানদের ২২২ রানের জবাবে ৪ উইকেটে ৫৬ রান নিয়ে প্রথম দিন শেষ করতে সক্ষম হয় টাইগাররা। সুতরাং বলা যায় প্রথম দিন শেষে ব্যাকফুটেই রয়েছে স্বাগতিকরা। তবে চিত্রপট ভিন্নও হতে পারতো যদি মমিনুল ক্রিজে থাকতেন।


সিরিজে টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন মনে করছেন এমনটাই। ধারাভাষ্যকারদের সাথে আলাপকালে সুজন বলেছেন, 'মমিনুলের রান আউটটি না হলে আমাদের স্কোর হয়তো ১ উইকেটে ৬০ রান থাকতো। কিন্তু এখন আমাদের স্কোর ৪ উইকেটে ৫৬।' 


তবে দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলার পরও হতাশ হচ্ছেন না সুজন। কারণ এখনও ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক মাহমুদউল্লাহ এবং আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাব্বির রহমান। তার ওপর ক্রিজে অপরাজিত আছেন চট্টগ্রাম টেস্টে দারুণ ব্যাটিং করা লিটন কুমার দাস। সুজন তাই বললেন, 



'প্রথম দিন আমরা জানতাম উইকেটে কিছুটা টার্ন থাকবে। এটি প্রত্যাশিতই ছিলো। তবে আমার মনে হয় আমাদের ক্রিজে লিটন এবং মিরাজ আছে। মাহমুদুল্লাহ এবং সাব্বিরও হাতে আছে। তবে আমাদের এখন আক্রমণাত্মক খেলতে হবে। উপযুক্ত বল দেখে মারতে হবে। আমার মনে হয় আমরা এখনও শ্রীলঙ্কার স্কোর টপকাতে সক্ষম।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball