promotional_ad

টাইগারদের বিপক্ষে লাকমলের উইকেটের সেঞ্চুরি

promotional_ad

ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল। উইকেটের সেঞ্চুরি থেকে মাত্র এক কদম দূরে ছিলেন তিনি। 


অবশ্য এই মাইলফলকে পা রাখতে খুব বেশি দেরি করেননি লাকমল। লঙ্কানদের পক্ষে নিজের সর্বপ্রথম ওভারে বোলিংয়ে এসেই তৃতীয় বলে তামিম ইকবালকে নিজের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। 



promotional_ad

আর এরই সাথে ৪৪ তম টেস্ট ম্যাচে এসে সপ্তম লঙ্কান বোলার হিসেবে টেস্টে উইকেটের সেঞ্চুরি গড়লেন এই পেস তারকা। অবশ্য তামিমের পরে মুশফিকুর রহিমকেও বোল্ড করে ফিরিয়েছেন লাকমল। লাকমলের আগে সর্বপ্রথম শ্রীলঙ্কার পক্ষে টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরলিধরন।


অবসরের আগে ৭৯৫ উইকেট শিকার করেন তিনি। ৪১১ উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন আরেক স্পিনার রঙ্গনা হেরাথ।  তালিকার তৃতীয়, চতুর্থ,পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছেন যথাক্রমে চামিন্দা ভাস (৩৫৫), দিলরুয়ান পেরেরা (১০৩), লাসিথ মালিঙ্গা (১০১) এবং দিলহারা ফার্নান্দো (১০০)। 



উল্লেখ্য ঢাকা টেস্টের নিজেদের প্রথম ইনিংসে টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে ২২২ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বনিম্ন দলীয় স্কোর (আরো পড়ুন- বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর লঙ্কানদের)।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি ১০ বোলার- 

১। মুত্তিয়া মুরলিধরন- (২২৮ ম্যাচে ৭৯৫ উইকেট) 

২। রঙ্গনা হেরাথ- (১৬০* ম্যাচে ৪১১ উইকেট*)

৩। চামিন্দা ভাস- (১১১ ম্যাচে ৩৫৫ উইকেট)

৪। দিলরুয়ান পেরেরা- (২৭ ম্যাচে ১০৩ উইকেট)

৫। লাসিথ মালিঙ্গা- (৩০ ম্যাচে ১০১ উইকেট)

৬। দিলহারা ফার্নান্দো- (৪ ম্যাচে ১০০ উইকেট)  

৭। সুরঙ্গা লাকমল (৪৪* ম্যাচে ১০১ উইকেট*) 

৮। সানাথ জয়সুরিয়া- (১১০ ম্যাচে ৯৮ উইকেট) 

৯। প্রমোদয় বিক্রমসিংহে (৪০ ম্যাচে ৮৫ উইকেট)

১০। ধাম্মিকা প্রসাদ- (২৫ ম্যাচে ৭৫ উইকেট)


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball