promotional_ad

ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দারুণভাবে ড্র করার পর দ্বিতীয় টেস্টে জয়ের উদ্দেশ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে সিরিজের সর্বশেষ এই ম্যাচটি।


ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চান্ডিমাল।


পিচ ও কন্ডিশনঃ


ঢাকা টেস্টের আগে আলোচনার অনেকটা জুড়েই রয়েছে মিরপুরের উইকেট। চট্টগ্রাম টেস্টের আগে স্পিন স্পিন করে রব উঠলেও। শেষ দিন পর্যন্ত কোনো আহামরি স্পিন দেখা যায়নি। তবে, ঢাকায় সেই বহুল আলোচিত স্পিনিং উইকেটের দেখা মিলতে পারে।



promotional_ad

এই মাঠেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে স্পিনিং উইকেট বানিয়ে ধরাশায়ী করেছিল বাংলাদেশ দল। এই ম্যাচেও এমন উইকেটেরই দেখা মিলছে বলে জানা গেছে। 


বাংলাদেশ স্কোয়াড- 


মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম রাব্বি, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাইম হাসান, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তামিম ইকবাল, তানবির হায়দার। 


শ্রীলঙ্কা স্কোয়াড- 



দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), সুরঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, লাহিরু গোমেজ, দানুশকা গুনাথিলাকা, রঙ্গনা হেরাথ, দিমুথ করুনারত্নে, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, রোশেন সিলভা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball