হাথুরুসিংহের অভিজ্ঞতাই ভরসা চান্দিমালের

ছবি:

বাংলাদেশ দলের কোচ থাকাকালীন সময়ে এই মিরপুরের উইকেটের সঙ্গে দারুণ সখ্যতা ছিল চান্দিকা হাথুরুসিংহের। কোচ থাকাকালীন সময়ে তিনি নিয়মিতই আসা যাওয়া করতেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
সেই হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কা দলের কোচ। আর ৮ই ফেব্রুয়ারি এই শ্রীলংকার বিপক্ষেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ দল, যে কন্ডিশন লঙ্কান কোচের ভালোই জানাশোনা।

বুধবারের প্রেস কনফারেন্সে এসব কথাই বলছিলেন লঙ্কান দলের টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। কোচ হাথুরুসিংহের অভিজ্ঞতায় মিরপুরে ভরসা রাখছেন তিনি। সাংবাদিকদের জানান,
"এখানকার উইকেট এবং ক্রিকেটারদের সম্পর্কে হাথুরুসিংহের যথেষ্ট জ্ঞান আছে। তাই তিনি এসব ব্যাপারে আমাদের সাথে অনেক কথাই বলতে পারেন। আর এটা আমাদের অনেক কাজেও দিবে। আমরা তার পরামর্শের জন্য মুখিয়ে আছি।"
উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টেও এই হাথুরুসিংহের অভিজ্ঞতায় ভরসা ছিল চান্দিমালের। তবে মমিনুল হক এবং লিটন দাসের ব্যাটিং দৃঢ়তায় সেই টেস্ট শেষদিনের প্রচেষ্টায় ড্র করেছিলো টাইগাররা।