promotional_ad

ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যারা

promotional_ad

মমিনুল হক এবং লিটন দাসের কল্যাণে সিরিজের প্রথম টেস্টটি ড্র করেছে বাংলাদেশ দল। তবে চট্টগ্রাম টেস্ট ড্র করলেও ৮ই ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে যে ফলাফল আসবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই দুই দলের দুই অধিনায়কের। 


আর তাই পাঁচদিন অপেক্ষাকৃত ভালো ক্রিকেট খেলেই সিরিজ জয়ের স্বপ্নে বিভোর দুই দলই। যদিও টেস্ট ম্যাচের ফলাফলে সবার পারফর্মেন্সেই নজর থাকে, তবুও কিছু ক্রিকেটার থাকেন যারা বদলে দিতে পারেন ম্যাচের মোড়। চলুন দেখে নেওয়া যাক সেই ক্রিকেটারদের সম্পর্কে।


বাংলাদেশঃ-


মমিনুল হকঃ- সর্বশেষ টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা মমিনুলের লঙ্কান বোলিং আক্রমণ ভীষণ পছন্দের। তাইতো লঙ্কান্দের বিপক্ষে ছয়টি ম্যাচে মোট ১১ টি ইনিংসে ৬২ গড়ে ৬২০ রান করেছেন কক্সবাজারের এই ক্রিকেটার।


ক্যারিয়ার সেরা ১৭৬ রান তো করেছেনই, লঙ্কানদের বিপক্ষে করেছেন মোট তিনটি করে অর্ধশত এবং শতরান। এছাড়া গেলো ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। আর তাই মমিনুলের দিকেই চোখ থাকবে লাল সবুজ ভক্তদের।



promotional_ad

মুশফিকুর রহিমঃ- টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিক, এখনো যে টেকনিক্যালি দেশসেরা ব্যাটসম্যান, সেটা প্রমাণ করে চলেছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের করা ৯২ রানের ইনিংসটি ঢাকা পরেছে মমিনুল কীর্তিতে। 


এছাড়া শ্রীলংকার বিপক্ষে টেস্ট রেকর্ড যথেষ্ট সমৃদ্ধ মুশফিকের। ১২ ম্যাচে ২২ ইনিংস খেলে ৪৬ এর কাছাকাছি গড়ে করেছেন ৮৬৯ রান। ক্যারিয়ার সেরা ২০০ রানের ইনিংসটিও খেলেছেন লঙ্কানদের বিপক্ষে। একটি ডাবল সেঞ্চুরির সাথে করেছেন ৬ টি হাফসেঞ্চুরি। 


মেহেদী হাসান মিরাজঃ- স্পিন বোলিংয়ে সাকিব আল হাসান দলে না থাকায় দল ভরসা করতেই পারে মিরাজে, কেননা মিরপুরের উইকেট এবং শ্রীলংকার বিপক্ষে মিরাজের পারফর্মেন্স কিছুটা স্বস্তিদায়ক। তিন টেস্টের পাঁচ ইনিংসে হাত ঘুরিয়ে ৬২ স্ট্রাইক রেটে ১৩ টি উইকেট নিয়েছেন মিরাজ। 


এছাড়া ব্যাটিংয়ে সমান ইনিংসে প্রায় ২৯ গড়ে করেছেন ১১৫ রান। যদিও লঙ্কান্দের বিপক্ষে হাফসেঞ্চুরি বা পাঁচ উইকেট কোনটিই নেই মিরাজের, তবুও মিরপুরের উইকেটে লঙ্কানদের চেপে ধরার সামর্থ্য আছে তার।


শ্রীলঙ্কাঃ- 



রঙ্গনা হেরাথঃ- বাংলাদেশের বিপক্ষে নয় ম্যাচের ১৮ ইনিংসে ২৫.১৭ গড়ে ৪৬ উইকেট নিয়েছেন ৩৯ বছর বয়সী রঙ্গনা হেরাথ। পাঁচ উইকেট নিয়েছেন তিনবার করে। চট্টগ্রাম টেস্টে বিশেষ ভেলকি না দেখাতে পারলেও মিরপুরের উইকেটে টাইগারদের বিপদে ফেলার সামর্থ্য আছে তার।


কুশল মেন্ডিসঃ- লঙ্কান এই ওপেনার টাইগারদের বিপক্ষে সর্বশেষ টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১৯৬ রান! এটা সহ মোট তিন টেস্টের পাঁচ ইনিংসে ৯০ গড়ে ৪৫০ রান তুলেছেন তিনি, সেঞ্চুরি করেছেন মোট দুইটি। সব মিলিয়ে তার ব্যাটেই ভরসা রাখবে লঙ্কান দল। 


ধনঞ্জয়া ডি সিলভাঃ- চট্টগ্রামে খেলা শেষ টেস্টে ১৭৩ রান করেছিলেন অলরাউন্ডার। যদিও টাইগারদের বিপক্ষে মাত্র দুটি টেস্ট খেলেছেন তিনি, তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে রাখতেই হচ্ছে এই ক্ষুদ্র তালিকায়। 





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball