ঢাকায় আসছেন বেভান

ছবি:

কয়েকদিন আগে শোনা গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান মাইকেল বেভান।
আজই নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আলাপ করতে বাংলাদেশে পা রাখতে যাচ্ছে বেভান। সময় টিভির সূত্র মতে জানা গেছে এমনটাই।
শুধু তাই নয়, আরও জানা গেছে বিসিবি চাইছে বেভানের সাথে অন্তত ১০০ দিনের চুক্তি করতে।

শেষ পর্যন্ত বেভান টাইগারদের দায়িত্ব পেলে প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে কাজ করবেন।
বাংলাদেশে অবশ্য কাজ করার অভিজ্ঞতা এর আগেও রয়েছে ফিনিশার খ্যাত এই সাবেক অজি ব্যাটসম্যানের।
২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগাং ভাইকিংসের ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বেভান।
২০০৪ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সাবেক এই অজি তারকা ক্রিকেটার। এরপর ২০১১ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি।