promotional_ad

স্লিপে ফিল্ডিং না করার কারণ ব্যাখ্যায় মুশফিক

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে স্লিপে ফিল্ডিংয়ের সময় বেশ কয়েকটি ক্যাচ মিস করেছিলো বাংলাদেশ দলের ফিল্ডাররা। আর সেই ম্যাচে আউট ফিল্ড এবং সার্কেলের বাইরে ফিল্ডিং করতে দেখা গেছে মুশফিকুর রহিমকে। 


দুই হাতের দশটি আঙ্গুলের মধ্যে তিনটিতেই ফ্র্যাকচার রয়েছে মুশফিকের। আর সেই কারণেই মূলত স্লিপে ফিল্ডিং করতে চাননি তিনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান। বলেছেন, 


'সত্যি কথা বলতে কি আমার দশটি আঙ্গুলের মধ্যে দুই তিনটি আঙ্গুলেই ফ্র্যাকচার। সুতরাং স্লিপে ফিল্ডিং করা আমার জন্য অনেক কঠিন। কারণ আপনার যখন আত্মবিশ্বাস না থাকবে তখন সেখানে ফিল্ডিং করাটা আসলে কঠিন হয়ে যাবে।'


ক্যাচ মিস করা প্রসঙ্গেও কথা বলেন মুশফিক। স্লিপে ক্যাচ ছাড়ার বিষয়টি যেকোনো দলের জন্যই সাধারণ একটি বিষয় বলে মনে করেন মুশি। এক্ষেত্রে বিরাট কোহলির উদাহরণ টেনেছেন তিনি। মুশফিকের ভাষায়,



promotional_ad

'আপনি যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকান তাহলে দেখবেন যে খুব কমই, হয়তোবা আমাদের মতো দল আছে যারা কিনা স্লিপে এরকম ক্যাচ ছেড়েছে, হয়তোবা এমন মিস আমরা করে ফেলি। তবে আপনি যদি খেয়াল করে দেখেন বিরাট কোহলির উদাহরণ দেন সে কিন্তু বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। তাঁর কিন্তু একটি দুইটি ক্যাচ স্লিপে পড়ে নাই।'


স্লিপে ফিল্ডিং করা কারো জন্যই সহজ কাজ নয়, বিশেষ করে উপমহাদেশের উইকেটে এটি আরো কঠিন। মুশফিক নিজেও স্বীকার করলেন এমনটাই। আর তাই বললেন, 


'আমি যতদূর দেখেছি একটি র‍্যাশিও আছে স্লিপে ক্যাচ ধরার ক্ষেত্রে। এটি মোটেই সহজ কাজ নয়। আর আমার মনে হয় আমাদের উইকেটগুলো বেশিরভাগই,  বিশেষ করে উপমহাদেশে একটু লো থাকে। তো স্লিপে যারা ফিল্ডিং করে তাদের পেস বোলিংয়ে বিশেষ করে অনেক ক্লোজ থাকতে হয়।'


শুধু তাই নয়, বাংলাদেশ দলে এখন পর্যন্ত স্পেশালিষ্ট কোনো স্লিপ ফিল্ডার তৈরি হয়নি বলে মানছেন মুশফিক। তবে ধীরে ধীরে জেনুইন ফিল্ডার এবং কিপার উঠে আসবে প্রত্যাশা তাঁর। মুশফিকের ভাষ্যমতে, 



'এটাও অন্যরকম একটি স্কিল যেটি আস্তে আস্তে শিখে নিতে হয়। আর আমাদের এখানে একেবারে জেনুইন কিপারদের মতো জেনুইন স্লিপ ফিল্ডারও অনেক কম, তাদেরকে আস্তে আস্তে তৈরি করে নিতে হয়। এটাও একটি বড় অসুবিধা বাংলাদেশ দলের জন্য বলে আমি মনে করি।' 


সাবেক এই টাইগার দলপতি আরো বলেন, 'ভবিষ্যতে তাঁরা (ফিল্ডাররা) ভালো করবে বলে আশা করছি আর এটি অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট কারণ আপনি জানেন যে এমন সুযোগগুলো যদি আমরা তাড়াতাড়ি গ্রহণ করতে পারি তাহলে দেখা যায় খেলার ফলাফল ভিন্ন হয়। এটাও আমাদের মাথায় আছে। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে একটি দল হিসেবে আমরা ফিল্ডিং ইউনিটটিকে শক্ত করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball