promotional_ad

যুব বিশ্বকাপের সেরা একাদশে আফিফ

promotional_ad

সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। আর সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক আফিফ হোসেন। 


আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্মেন্স করায় দলটিতে অলরাউন্ডার হিসেবেই জায়গা করে নিয়েছেন আফিফ। সেখানে ভূয়সী প্রশংসা করা হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনারের। 


আফিফ ছাড়াও এই তালিকায় বিশ্বকাপ জয়ী ভারতের চারজন রয়েছে। এছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও দ.আফ্রিকা দলের দুইজন করে ক্রিকেটার আছেন।



promotional_ad

এছাড়াও ১৮ বছর বয়সী এ অলরাউন্ডারকে বাংলাদেশের ‘উদীয়মান তারকা' বলে প্রকাশ করেছে আইসিসি। আইসিসির ওয়েবসাইটে যুব বিশ্বকাপের শেষে বাংলাদেশ সম্পর্কে প্রকাশিত রিপোর্টে আফিফকে ‘উদীয়মান তারকা’ উল্লেখ করে বলা হয়, 


"চারটি হাফসেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে ৭১ সহ সে প্রমাণ করেছে কঠিন সময়েও পারফর্ম করা যায়। তার স্পিন বোলিংও ছিল ক্ষুরধার।"; উল্লেখ্য ব্যাট হাতে এবারের আসরে দুর্দান্ত ছিলেন আফিফ। মোট চারটি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। 


এছাড়াও ৪৬ গড়ে আসরের ছয়টি ম্যাচে মোট ২৭৬ রান করে রান তালিকায় সেরা দশে আট নম্বর অবস্থানটি নিজের নামে করে নিয়েছেন আফিফ। আর বল হাতে নিয়েছিলেন নয়টি উইকেট।



ছবি কৃতজ্ঞতাঃ গেটি ইমেজ





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball