এবার উইকেটের দোহাই দিচ্ছে শ্রীলঙ্কা

ছবি:

চতুর্থ দিনে সাংবাদিক সম্মেলনে আসা লঙ্কান উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা উইকেট নিয়ে যতটাই খুশি ছিলেন, টেস্টের পঞ্চম দিনে (রবিবার) তার বিপরীত চিত্র দেখা গেলো ম্যাচের পর দলটির প্রতিনিধি হয়ে আসা দিমুথ করুণারত্নের মুখে।
মূলত চট্টগ্রাম টেস্ট ড্র হওয়াতে বেশ হতাশাগ্রস্ত লঙ্কান শিবির। উপস্থিত সাংবাদিকদের সামনে লঙ্কান ওপেনার কারুনারত্নে সরাসরি দোষারোপ করলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে!
কেননা এই টেস্টে তিন ইনিংস মিলিয়ে রান হলো ১৫৩৩। কিন্তু উইকেট পড়লো মোট ২৪টি। তবে শুধু উইকেটের সমালোচনাই করেননি লঙ্কান এই ওপেনার। সাফ জানিয়ে দিয়েছেন, ঢাকা টেস্টে এমন উইকেট চায়না তার দল।

"বাংলাদেশ স্কোর বোর্ডে ৫০০-প্লাস রান যোগ করেছিল। কিন্তু আমাদের ব্যাটাররা ৭০০-প্লাস রান যোগ করেছে। আমাদের ছেলেরা এই উইকেটে বড় স্কোর করে তাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিল।
"আমি মনে করি না এটা টেস্ট ক্রিকেটের ভালো উইকেট। কারণ স্কোর বোর্ডে ইতিমধ্যে ১৫০০ রান হয়ে গিয়েছিল। আমি মনে করি, এখানে বোলারদেরও জন্যও কিছু থাকা উচিত। আশা করবো- পরের ম্যাচে ৫০-৫০ উইকেট হবে।"; জানাচ্ছিলেন লঙ্কান ওপেনার।
তবে মজার ব্যাপার হচ্ছে 'ব্যাটসম্যানদের উইকেট' বলে বোলারদের সাফাই গাওয়া লঙ্কান এই ওপেনার নিজেই কোনো রান করতে পারেননি এই টেস্টে! দ্বিতীয় ইনিংসে ব্যাট করা হয়নি লঙ্কান দলের, আর প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের উইকেটেই শূন্য রানে আউট হয়েছিলেন এই বাঁহাতি।