আরো কঠিন উইকেটের জন্যেও প্রস্তুত ছিলেন মমিনুল

ছবি:

চতুর্থ দিনের মতো এতোটা টার্ন করেনি পঞ্চম দিনের উইকেট। আর তাতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরেকটি সেঞ্চুরি করে বসেন মমিনুল হক। তার ১০৫ রানেই এই ইনিংসটির কল্যাণেই শেষমেশ ড্র হয়েছে শ্রীলংকার বিপক্ষে।
আর ম্যাচশেষে মমিনুল হক জানালেন, উইকেট যদি আরও কঠিন হতো তাহলেও ভালো খেলা সম্ভব ছিল তার পক্ষে। কেননা ভালো খেলার দৃঢ়প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিলেন দলের এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান।
"প্রত্যাশা করছিলাম যে আরও টার্ন করবে। টার্ন হলেও যাতে আমরা সারপ্রাইজ না হই এরকম চিত্না ভাবনা ছিল। আমি যদি চিন্তা করি টার্ন হবে না, পরে যদি টার্ন হয় তাহলে সারপ্রাইজ হয়। টার্ন হলেও যেন খেলে দিতে পারি এমন সংকল্প ছিল।"

তবে আক্ষেপের বিষয় গত কয়েকবছর জাতীয় দলে নিয়মিত ছিলেন না মমিনুল। তৎকালীন টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহ বারংবারই তাকে উপেক্ষা করে দল সাজাতো।
কিন্তু সেসময় দলে আসা যাওয়া করাটা মানসিকতায় পরিবর্তন এনেছে মমিনুলের। সেই সাথে এই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি আত্মবিশ্বাস এনে দিয়েছে তার। সাংবাদিকদের জানান,
"আমার কাছে মনে হয় আমার জীবনের জন্য ওই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা কীভাবে ভাবেন জানি না তবে আমার কাছে মনে হয় এটা আমার জীবণে গুরুত্বপূর্ণ ছিল। আমার মানসিকতার একটা বদল এসেছে, পরিশ্রমটা আরও বাড়ছে।"