promotional_ad

নিজেকে প্রমান করেছেন মমিনুলঃ তামিম

promotional_ad

ক্যারিয়ারের শুরু থেকেই টেস্ট ব্যাটসম্যান তকমা পেয়েছিলেন টাইগার তারকা মমিনুল হক। সে কারণেই বেশ কয়েক বছর ধরে রঙ্গিন পোষাক গায়ে সীমিত ওভারের ক্রিকেট খেলা হয়নি মমিনুলের।


তবে টেস্ট দলে নিয়মিত তিনি। তারপরও গত তিন বছর বড় রানের দেখা পাচ্ছিলেননা এই বাঁহাতি ব্যাটসম্যান। অবশেষে চট্টগ্রামে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মমিনুল। সেঞ্চুরির পর মমিনুলের উদযাপন ছিল বাঁধনহারা।


যা সত্যিকার অর্থে মমিনুলের স্বভাবের সাথে যায়না। অনেকেই মমিনুলের এই খ্যাপাটে উদযাপনের ব্যাখ্যার জন্য অপেক্ষা করছিলেন। তবে, প্রথম দিন শেষে ব্যাট হাতে অপরাজিত থাকায় সংবাদ সম্মেলনে তাঁকে আর পাওয়া গেল না।


তবে, সংবাদ সম্মেলনে মমিনুলের হয়ে ব্যাট ধরেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, মমিনুলের কিছু প্রমাণের ছিল। সে প্রমাণ করতে পেরেছে। এই খ্যাপাটে উদযাপনের বিস্তারিত জানেন না বলে নিশ্চিত করেছেন টাইগার ওপেনার।



promotional_ad

এই প্রসঙ্গে তামিম বলেন, 'এটাই বললাম। মমিনুলের কিছু প্রমাণের ছিলো এবং সেটা সে করেছে। আমার কাছেও দেখে ভালো লাগছে। আমি জানি কেনো সে এটা করেছে।'


মমিনুল হক ২০৩ বল খেলে ১৭৫ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন। মমিনুলের এই ইনিংটি 'মুগ্ধকর' বলে মূল্যায়ন করেছেন তামিম। তাছাড়া, এই উইকেটে আক্রমণাত্মক খেলার দরকার ছিল বলেও জানিয়েছেন এই টাইগার ওপেনার। যা মমিনুল বেশ ভালোভাবেই করে দেখিয়েছেন।


এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় মুমিনুলের ইনিংসটা ছিলো মুগ্ধকর। প্রথমেই সে আক্রমণাত্মক ছিলো এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে একশ করে তখন তার স্ট্রাইকরেট ছিলো ১০৩! যে জিনিসটা আমাদের জন্য এই উইকেটে গুরুত্বপূর্ণ ছিলো।'


মমিনুল নিজের উইকেটের গুরুত্ব বুঝে খেলেছেন বলেও মনে করেন তামিম, 'আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে ও ওর উইকেটটা নষ্ট করেনি। অনেক সময় দেখা যায় ব্যাটিং উইকেটে বেশি উত্তেজিত হয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে অনেকে আউট হয়ে যায়। ও সেটা করেনি। ও জানতো ওর উইকেটটা খুব গুরুত্বপূর্ণ।'



এদিকে, মুশফিক-মমিনুলের ২৩৬ রানের রেকর্ড জুটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তামিম। মমিনুলের ইনিংসটি আরও অনেকদূর যাবে বলেও বিশ্বাস তামিমের।


'একটা বড় জুটি গড়া আমাদের জন্য খুব দরকার ছিলো। আমার মনে হয় মুশফিক ও মমিনুল খুব ইতিবাচক ছিলো। মারার মতো বল হলে তারা মেরেছে। আমার কাছে মনে হয় তাদের খেলাটা কমপ্লিট ছিলো। মুমিনুল যদিও নটআউট; আশা করি সে আরো অনেক দূর যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball