ভারতকে ছাড়িয়ে টাইগাররা

ছবি:

গতবছর ওয়েলিংটনে বাংলাদেশ দল টেস্ট ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৩৮৮ রান তোলার রেকর্ড গড়েছিল। চট্টগ্রামে এর খুব কাছাকাছি গিয়েও সেই রেকর্ড ভাঙতে পারেনি টাইগাররা।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৩৭৪ রান। রেকর্ড ছোঁয়ার ১৪ রান প্রথম দিনে থেমেছে বাংলাদেশের ইনিংস। তবে, সেই রেকর্ড ছোঁয়া না হলেও আরেকটি গৌড়বের রেকর্ডে নাম লিখিয়েছেন মমিনুল-মাহমুদুল্লাহরা।
কোনো টেস্টের প্রথমদিন সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়েছে টাইগাররা। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে একদিনে সর্বোচ্চ ৩৮৮ রানের রেকর্ড থাকলেও সেটি ছিল টেস্টের দ্বিতীয় দিন।

২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন ৩৬৫ রান তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ দল। এবার চট্টগ্রামে সেই রেকর্ডকে পেছনে ফেলেছেন টাইগার ব্যাটসম্যানরা।
তাছাড়া, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিনের সংগ্রহের রেকর্ডে ভারতকে পিছনে ফেলেছে টাইগাররা। দিল্লিতে ভারত লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছিল একবার।
এরপর, কেন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান সংগ্রহ করেছিল ভারত। পরিসংখ্যানের বিচারে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন স্বপ্নের মতো কেটেছে টাইগারদের।