ইমরুল-শামসুরকে ছাড়ালেন মুশফিক-মমিনুল

ছবি:

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। বাংলাদেশ দলের এই ব্যাটিং তারকা ২০৫ বলে ১৭৫ রান করে অপরাজিত আছেন।
তাছাড়া দুর্দান্ত দুটি অর্ধশতক পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম অর্ধশতক তুলে নিয়ে ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফিরলেও মুশফিক সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯২ রান করে আউট হয়েছেন।
তবে, আউট হওয়ার আগে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মমিনুল হকের সঙ্গে ২৩৬ রানের এক রেকর্ড জুটি গড়েছেন। টেস্টে বাংলাদেশ দলের সর্বাধিক রানের জুটির তালিকায় আজকের মুশফিক-মমিনুলের জুটিটি জায়গা করে নিয়েছে চার নম্বরে।

এই জুটি গড়ার পথে মুশফিক-মমিনুলরা পেছনে ফেলেছেন ইমরুল কায়েস ও শামসুর রহমানের জুটিকে। ২০১৪ সালে ইমরুল কায়েস ও শামসুর রহমান এই চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩২ রানের জুটি গড়েছিলেন।
গলে ২০১৩ সালে ২৬৭ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহীম। মুশফিক-মমিনুল জুটির ঠিক উপরেই তিন নম্বরে আছে মুশফিক-আশরাফুলের জুটিটি।
এই তালিকার ২ নম্বরে আছে খুলনায় পাকিস্তানের বিপক্ষে তামিম- ইমরুলের ৩১২ রানের রেকর্ড জুটিটি। আর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বাধিক রানের জুটির রেকর্ডে সবার উপরে আছে মুশফিক-সাকিবের জুটি।
তারা দুজনে গত বছর নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন। মুশফিক অবশ্য নিজেকে সৌভাগ্যবান মনেই করতে পারেন। কারণ,জুটির রেকর্ডে সেরা পাঁচটির মধ্যে তিনটিতেই আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।