দ্বিতীয় দিনে রান করা কঠিন হবেঃ তামিম

ছবি:

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে আরও বেশি স্পিন প্রত্যাশা করছিলেন তামিম ইকবাল। যদিও ফ্ল্যাট উইকেট পেয়েও হতাশ নন তিনি। বুধবার ম্যাচের প্রথম দিন শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এমনটা জানিয়েছেন দেশসেরা এই ওপেনার।
উইকেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রত্যাশিত ছিলো আরো বেশি স্পিন হবে। কিন্তু আমরা আগে ব্যাটিং করছি, সুতরাং এ নিয়ে আমাদের অভিযোগ নেই। এখান থেকে আমাদের আরো রান করতে হবে।"
তবে টেস্টের দ্বিতীয় দিন থেকেই উইকেট কঠিন হয়ে যাবে, এমনটা মনে হচ্ছে তামিমের। সেক্ষেত্রে টাইগারদের রান তোলাও কষ্টসাধ্য হবে। তবুও বড় সংগ্রহ করে প্রতিপক্ষকে চাপে রাখতে চান তিনি।

"যতোই ফ্ল্যাট উইকেটে খেলেন না কেনো, বড় রান সব সময়ই কঠিন অন্য দলের জন্য। সুতরাং আমাদের জন্য এটাই নিশ্চিত করতে হবে।আমরা যতো বেশি রান করতে পারি, আমার মনে হয় কাল থেকে রান করা কঠিন হবে। আমরা এখন শক্ত অবস্থানে আছি।"
বুধবার দিন দলের হয়ে দুর্দান্ত সূচনা এনে দেওয়া তামিম ইকবাল প্রত্যাশা করেন, লঙ্কানরা ব্যাটিংয়ে নামলেই যেন উইকেটের আচরণে পরিবর্তন ঘটে। অনেকটা রসিকতা করেই সাংবাদিকদের সামনে বলেন,
"আমার কাছে মনে হয়েছিলো প্রথম দিনেই বল স্পিন করবে। কিন্তু আমি আগেই বললাম, আমরা ভাগ্যবান যে আগে ব্যাটিং করছি। সুতরাং আমাদের অভিযোগ করার কিছু নেই। এটাই আশা করবো যে, তারা ব্যাটিংয়ে আসার পরই যাতে বল ঘুরতে থাকে! আমি এটাই আশা করতে পারি আসলে (হাসি..)।"