চট্টগ্রামে সবার সেরা মুশফিক

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ব্যাট হাতে খেলেছেন ১৯২ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস।
এই ইনিংসটি খেলার পথে মুশফিক ১০ টি বাউন্ডারি মেরেছেন। এই ইনিংস খেলার পথে আরেকটি দুর্দান্ত রেকর্ডে নাম লিখিয়েছেন এই টাইগার ব্যাটসম্যান।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ১ হাজার রানের মাইলফলক।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় সেশনে এই রেকর্ড গড়েন তিনি। চলমান টেস্টে মাঠে নামার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাবেক এই অধিনায়কের রান ছিলো ১৩ ম্যাচের ২৩ ইনিংসে ৯৯৮।

৪৫.৩৬ রানের গড়ে ৬ টি হাফ-সেঞ্চুরির সাথে করেছেন একটি সেঞ্চুরি। সবশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়া সিরিজে এক ম্যাচের দুই ইনিংসে করেন যথাক্রমে ৬৪ এবং ৩১ রান। চট্টগ্রামের এই স্টেডিয়ামে মাত্র ১৪ ম্যাচে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১০ সালে একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেছিলেন মুশফিক।
চট্টগ্রামের এই ভেন্যুতে মুশফিকের ঠিক পরেই আছেন তামিম ও সাকিব। টাইগার ওপেনার তামিম ১৩ ম্যাচের ২৫ ইনিংসে ৮০৩ রান করেছেন। আর ১৪ ম্যাচের ২৫ ইনিংসে সাকিবের সংগ্রহ ৭০৭ রান।