বাংলাদেশ-উইন্ডিজ টি২০ সিরিজ ফ্লোরিডায়

ছবি:

চলতি বছরের শুরু থেকেই ব্যস্ত সূচি বাংলাদেশ দলের। সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজ। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোষাকের এই সিরিজ শেষে টি২০ সিরিজ খেলবে টাইগাররা।
মার্চে শ্রীলঙ্কার মাটিতে ভারত-শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবে সাকিব আল হাসানের দল। তারপর, আগামী জুনে উইন্ডিজ সফরে যাব বাংলাদেশ। সেই সফরে তিনটি টেস্ট ও সমান ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
সিরিজের বেশ কিছু ম্যাচ আমেরিকার বাংলাদেশি অধ্যুষিত এলাকা ফ্লোরিডায় আয়োজনের আশা প্রকাশ করেছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ান ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে তাদের টি২০ সিরিজটি আয়োজন করতে চলেছে আমেরিকার ফ্লোরিডায়। এ ব্যাপারে বিসিবি থেকেও সবুজ সংকেত পেয়েছে তারা।

এই প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন , 'উইন্ডিজে যেখানে আমাদের খেলায় আমরা সেই খানে খেলবো। আর ফ্লোরিডা ভাল জায়গা সেই খানে আমাদের অনেক বাংলাদেশিরা রয়েছে।'
ফ্লোরিডায় বসবাসরত বাংলাদেশিদের কথা চিন্তা করে ২ ম্যাচের টি২০ সিরিজে ১টি ম্যাচ বাড়ানোর পরিকল্পনা করছে বংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই ব্যাপারে কোন সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি।
এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনা করছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সাথে। দুই বোর্ডের আলোচনা সফল হলেই ফ্লোরিডায় বসবাসকারী বাংলাদশিরা টাইগারদের তিনটি ম্যাচ দেখার সুযোগ পাবেন।