promotional_ad

বিশ্বকাপ বাছাই পর্বে যাওয়ার লড়াই শুরু ৮ ফেব্রুয়ারি

promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশন-২ এর সূচি প্রকাশ করেছে সোমবার। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নামবিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করবে ৬টি দল।


আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশন-২ তে কানাডা, কেনিয়া, নামিবিয়া, নেপাল, ওমান এবং আরব আমিরাত বিশ্বকাপ বাছাই পর্ব খেলার জন্য লড়াই করবে। শীর্ষ দুটি দল বিশ্বকাপ বাছাই পর্ব খেলার যোগ্যতা অর্জন করবে।


শীর্ষ দুই দল আগামী ৬ মার্চ থেকে জিম্বাবুয়েতে শুরু হওয়া ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে লড়বে। বিশ্বকাপের বাছাই পর্বের আট দল আগেই চুড়ান্ত হয়েছে।


বাছাই পর্বের আটটি দল হলো ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, হংকং, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। এদিকে, আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগে দুইয়ের সূচির সাথে এই টুর্নামেন্টের ম্যাচ রেফারি, মেন্টর আম্পায়ার ও আম্পায়ারদের নামও ঘোষণা করেছে।


ম্যাচ রেফারি হিসেবে রাখা হয়েছে দেব গভিন্দ জি কে। আর, মেন্টর আম্পায়ার হিসেবে আছেন ল্যাঙ্কটন রাসের। আম্পায়ার হিসেবে রাখা হয়েছে ৮ জনকে। তারা হলেন, ক্লাউড থোরবার্ন, কালিদাস, অ্যালেক্স ডাওডল্লাস, সারিকা প্রসাদ, বুদ্ধি প্রধাণ, আকবর আলী খান, তবারক দার ও ডেভিড অধিয়াম্বকে।


(আইসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশন-২ এর পূর্ণাঙ্গ সূচিঃ




৮ ফেব্রুয়ারী:





কেনিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত (ওয়েন্ডার্স ক্রিকেট গ্রাউন্ড)


নেপাল বনাম নামিবিয়া (অ্যাফিস পার্ক উইন্ডহুক)


ওমান বনাম কানাডা  (ট্রাস্টো ইউনাইটেড)




৯ ফেব্রুয়ারী:





promotional_ad

সংযুক্ত আরব আমিরাত বনাম কানাডা (ওয়েন্ডার্স ক্রিকেট গ্রাউন্ড)


নেপাল বনাম ওমান (অ্যাফিস পার্ক উইন্ডহুক)


কেনিয়া ও নামিবিয়া (ট্রাস্টো ইউনাইটেড)




১০ ফেব্রুয়ারী:  রিজার্ভ ডে




১১ ফেব্রুয়ারি:




নামিবিয়া বনাম ওমান (ওয়েন্ডার্স ক্রিকেট গ্রাউন্ড)


কেনিয়া বনাম কানাডা (অ্যাফিস পার্ক উইন্ডহুক)


সংযুক্ত আরব আমিরাত বনাম নেপাল (ট্রাস্টো ইউনাইটেড)




১২ ফেব্রুয়ারী:




কেনিয়া বনাম নেপাল (ওয়েন্ডার্স ক্রিকেট ক্লাব)


সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান (অ্যাফিস পার্ক উইন্ডহুক)



নামিবিয়া বনাম কানাডা (ট্রাস্টো ইউনাইটেড)




১৩ ফেব্রুয়ারী: রিজার্ভ ডে




১৪ ফেব্রুয়ারী:



নেপাল বনাম কানাডা (ওয়েন্ডার্স ক্রিকেট গ্রাউন্ড)


সংযুক্ত আরব আমিরাত বনাম নামিবিয়া (অ্যাফিস পার্ক উইন্ডহুক)


কেনিয়া বনাম ওমান (ট্রাস্টো ইউনাইটেড)




১৫ ফেব্রুয়ারি:




ফাইনাল (ওয়েন্ডার্স ক্রিকেট গ্রাউন্ড)


তৃতীয় বনাম চতুর্থ প্লেঅফ (অ্যাফিস পার্ক উইন্ডহুক)


পঞ্চম বনাম ষষ্ঠ প্লেঅফ (ট্রাস্টো ইউনাইটেড)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball