বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ও টি২০ সিরিজেরও টাইটেল স্পন্সর রকেট

ছবি:

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর ছিল ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট। আসন্ন বংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ও টি২০ সিরিজেরও টাইটেল স্পন্সর হিসেবে থাকছে তারা।
আসন্ন সিরিজ দুটির নাম রাখা হয়েছে ‘রকেট, বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ, ২০১৮’। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে, ২০১৬ সালে বিসিবির কাছ থেকে স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। আর তাদের কাছ থেকে দুই বছরের জন্য স্বত্ত্ব কিনে নেয় ডাচ-বাংলা ব্যাংক। ২০১৭ সালে এই চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তিতে থাকছে তারাই।

টাইটেল স্পন্সর ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান শেখ সোহেল।
তাছাড়া, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইদুল হাসান। আর টাইটেল স্পন্সরশিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সানাউল আরেফিন।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। তারপর, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারী মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
তাছাড়া, ১৫ ফেব্রুয়ারি ২ ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচ শুরু হবে মিরপুরে। তারপর ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টির মধ্য দিয়ে শেষ হবে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর।