promotional_ad

'সাকিবের অভাব পূরণ করা কঠিন'

promotional_ad

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে। দ্বিতীয় ম্যাচেও তার মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছ।


এদিকে, সাকিব না থাকায় বাংলাদেশ দলে  সানজামুল ইসলাম, তানবির হায়দার ও আব্দুর রাজ্জাককে ডাকা হয়েছে। এদিকে দীর্ঘ ৪ বছর জাতীয় দলে ডাক পাওয়া আব্দুর রাজ্জাক মনে করেন, টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের শুন্যতা পু্রণ করা বেশ কঠিন।


তাছাড়া সাকিবের না থাকাটা বাংলাদেশ দলকে কিছুটা হলেও পিছিয়ে দিয়েছে বলে মনে  করেন তিনি। কারণ সাকিব না থাকা মানে একজন ব্যাটসম্যান আর একজন বোলার কমে যাওয়া।


এই প্রসঙ্গে রাজ্জাক বলেন , ‘সাকিব শুধু দেশের না, ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার। ওর জায়গা পূরণ করা কঠিন। কারণ ওর জায়গা পূরণ করতে হলে, একজন ব্যাটসম্যান নিতে হবে, নিতে হবে একজন বোলারও। সেটা দিয়েও যে পুরোপুরি সাকিবের অভাব পূরণ হবে কিনা সন্দেহ থেকে যায়। সে অনেকদিন ধরে নিয়মিত খেলছে, অনেক পরিণত ছেলে। টিমের জন্য এখন কাউকে ম্যানেজ করতে হবে।’



promotional_ad

সাকিব না থাকায় রাজ্জাকের একাদশে থাকার সম্ভাবনা অনেক বেশি। তারপরও এ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করছেন না তিনি। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান এই বাঁহাতি স্পিনার।


রাজ্জাকের ভাষ্যমতে,  ‘স্বাভাবিক প্ল্যান করছি। আলাদা কিছু ভাবছি না। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটাই দিতে চেষ্টা করবো। আর আমি বড় প্ল্যান নিয়ে কখনও এগোই না। বর্তমানের কথা ভাবি। তাই বর্তমানেই সেরাটা দিতে চেষ্টা করবো।’


এদিকে, সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময়ে দল থেকে বাদ পড়ে আর ফেরা হয়নি তার। এবার হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রাজ্জাক। তবে, এই লঙ্কান কোচকে দেখিয়ে দেয়ার কিছু নেই বলে জানলেন রাজ্জাক।


‘ওসব নিয়ে ভাবছি না।এসব আমার ভেতরে কাজ করে না। সেসব আমি ইতিবাচকভাবেই নিয়েছি। আমি চেষ্টা করবো ভালো খেলার জন্য-তা আমার জন্য, আমার টিমের জন্য। কাউকে দেখিয়ে দিতে নয়।’



উল্লেখ্য, আগামী বুধবার (৩১ জানুয়ারি)  বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। ঢাকায় দ্বিতীয় ও শেষ ম্যাচ ৮ ফেব্রুয়ারি থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball