জরিমানার খড়গে মাশরাফি

ছবি:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষে ৭৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সেই ক্ষততে আরেকটি বেদনার খবর যুক্ত হয়েছে।
আচরণ বিধি ভঙ্গের দায়ে জরিমানার খড়গে পড়তে হয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের সর্বকালের এই সেরা অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
শ্রীলঙ্কার ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে ২৮ রান করা কুশল মেন্ডিসকে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানান মাশরাফি। কুলশকে আউট করে তার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। টাইগার অধিনায়কের সেই সময়ের অভিব্যক্তিকে আইসিসি আক্রমণাত্মক হিসেবেই উল্লেখ করেছে।

ফলে এই শাস্তিতে পড়তে হয়েছে ম্যাশকে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের খেলা শেষে অবশ্য ম্যাচ রেফারির কাছে অপরাধ শিকার করে নেন মাশরাফি। তাই শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসির আচরণ বিধির লেভেল এক অনুযায়ি শাস্তি দেওয়া হয়েছে মাশরাফিকে। মাশরাফি এই নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন টাইগার দলপতি।
এদিকে আচরণ বিধি ভাঙায় আইসিসির সতর্কতা পেয়েছেন লঙ্কান ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। তামিম ইকবাল আউট হওয়ার পর গুনাথিলাকা কিছু একটা বলেছিলেন বাংলাদেশ ওপেনারকে উদ্দেশ্য করে। যা নজর এড়ায়নি আইসিসির।