promotional_ad

তিন ফাইনালের দুঃখ ভোলার সুযোগ মাশরাফিদের

promotional_ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই নিয়ে চতুর্থ বারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে বাংলাদেশ। আগের তিন ফাইনালেই হার সঙ্গী হয়েছে টাইগারদের।




২০০৯ সালে প্রথম বারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিল বাংলাদেশ দল। প্রতিপক্ষ ছিল সেই শ্রীলঙ্কা। তবে সেই ম্যাচে মাত্র ২ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ দল। তারপর, ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল খেলে টাইগাররা। সেবার মাত্র ২ রানে পরাজয় বরণ করতে হয় বাংলাদেশ দলের।





promotional_ad

আর সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। মিরপুরে শনিবার আরেক ফাইনালকে আগের ফাইনাল গুলোর হারের দুঃখ ভোলার সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।




"এইটা আসলে আমার মাথায় ছিল না। মনে না করাইলেই পারতেন। এইটা আসলে প্রত্যেকটা মানুষের জন্যই নতুন সুযোগ। আমি হয়তো তিনটা ফাইনালে ছিলাম, মুশফিক ছিল, সাকিব ছিল, তামিমও ছিল হয়তোবা। তো এটা আমাদের জন্য নতুন আরেকটা সুযোগ।"





ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চাপ না নিয়ে ইতিবাচক ক্রিকেটটাই খেলতে চায় বাংলাদেশ দল। হার জিত নিয়ে না ভেবে প্রথম তিন ম্যাচের খেলাটার ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানিয়েছেন মাশরাফি। আগের ম্যাচ গুলোর মানসিকতাটা ধরে রাখার দিকেই জোড় দিয়েছেন টাইগার দলপতি।




"কালকে সম্পূর্ণ নতুন একটা ম্যাচ। তো আগের ম্যাচগুলো নিয়ে ভাবার দরকার মনে করছি না। তবে হারজিত তো থাকবেই, একদল জিতবে আর একদল হারবে। এটা নিয়ে না ভেবে আমার মনে হয় ইতিবাচক ক্রিকেট খেলা আর প্রথম তিনটা ম্যাচ যেভাবে খেলেছি, গতকালকের ম্যাচেও যে মাইন্ড সেটআপ নিয়ে খেলেছি সেই মাইন্ড সেটআপটুকু থাকুক।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball