promotional_ad

হারের ক্ষত ভুলেই মাঠে নামতে চান মাশরাফি

promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শনিবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। নিজেদের শেষ ম্যাচে জয় পেলে বেশ নির্ভার হয়েই মাঠে নামতে পারতো বাংলাদেশ দল। তবে, শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১০ উইকেটে হেরে নিজেদের আবারও নতুন করে গুছিয়ে মাঠে নামতে হচ্ছে টাইগারদের।




তবে, টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজে ফাইনালে সামর্থ্যের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য টাইগারদের।




"ফাইনাল ম্যাচে জেতার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। ফাইনাল ম্যাচে চাপ থাকেই। কাল জিতলেও থাকত। আমার কাছে মনে হয় কালকে হারাতে আরও চাপটা কমে যাওয়ার কথা। কাজেই একটা চাপ থাকে, ওটা থাকবেই। সব কিছু নির্ভর করছে কেমন শুরু করব তার উপর।"



promotional_ad



ফাইনাল ম্যাচে আগের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয় সেদিকেই খেয়াল রাখার জন্য  সতীর্থ্যদের পরামর্শ দিয়েছেন টাইগার অধিনায়ক। ফাইনাল ম্যাচে গত ম্যাচের মতো অসহায় আত্মসমর্পণ করতে চান না বলেও জানিয়েছেন মাশরাফি।




গত ম্যাচে লঙ্কানদের বিপক্ষে হারের চিন্তা ফাইনালের আগে ঝেড়ে ফেলতে চান টাইগার অধিনায়ক। এটা মনে রেখে খেলতে নামলে মাঠে নামা আরও কঠিন হবে বলে মনে করেন মাশরাফি।





এই প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, 'এভাবে হারতে আমরা চাইনি, কোন টিমই চায় না। তাই এই জিনিসটাকে মনে করে মাঠে নামা আরও কঠিন হবে। সবার এই ম্যাসেজটা মনে রাখতে হবে যে, কাল যে ঘটনা ঘটেছে সেটা যাতে রিপিট না হয়। যে ভুলগুলো আমরা করেছি সেগুলো যেনো আর না করি। ভুল তো অবশ্যই হবে। কিন্তু ভুলের সংখ্যাটা যেনো কমে আসে।'




শনিবার বেলা ১২ টায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ চাইবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি দাপটের সঙ্গে জিতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতার পাশাপাশি শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন সিরিজে নিজেদের সমর্থের জানান দেয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball