জমে উঠেছে জোহানেসবার্গ টেস্ট

ছবি:

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পেসারদের তান্ডবে দক্ষিণ আফ্রিকা ও ভারত সমান তালেই লড়ছে। সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪২ রানের লিড নিয়েছে সফরকারী ভারত। দিন শেষে কোহলিদের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৪৯ রান।
ব্যাট হাতে ১৬ রান করা পার্থিব প্যাটেলকে মার্করামের ক্যাচ বানিয়ে আউট করেছেন ফিল্যান্ডার। মুরালি বিজয় ১৩ ও লোকেশ রাহুল ১৬ রান করে অপরাজিত আছেন। এর আগে, ভারতের প্রথম ইনিংসে করা ১৮৭ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে গেছে প্রোটিয়াদের ইনিংস।
চলতি সিরিজেই সাদা পোষাকের ক্রিকেটে অভিষেক হওয়া জসপ্রিথ বুমরাহর বলে বেশি ভুগতে হয়েছে প্রোটিয়াদের। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ভারতীয়দের চেয়ে খানিকটা এগিয়ে ছিল বটে, তবে সেটা খুব বেশি নয়। মাত্র ৭ রানের লিড নিতে পেরেছে স্বাগতিকরা।

ভারতের করা ১৮৭ রানের জবাব দিতে নেমে প্রথমদিনই ১ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। এইডেন মার্করাম আউট হন মাত্র ২ রান করে। তারপর, দ্বিতীয় দিনের শুরুতেই ডিন এলগারের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। নাইটওয়াচম্যান হিসেবে আগেরদিন উইকেটে নামা কাগিসো রাবাদা ভালোই ব্যাটিং করেন, অন্যদের তুলনায়।
তিনি আউট হয়েছেন ব্যক্তিগত ৩০ রানে। প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে একাই লড়াই করেছেন হাশিম আমলা। ৬১ রান করার পর বুমরাহর বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। টেল এন্ডে খানিকটা লড়াই জমিয়ে তুলেছিলেন ভারনন ফিল্যান্ডার।
৫৫ বল মোকাবেলা করে ৩৫ রানে আউট হয়ে যান তিনি। ফিল্যান্ডার বুমরাহর বাউন্সে বাউন্ডারির মার মারতে গিয়ে ধরা পড়েছেন মোহাম্মদ শামির হাতে। শেষ পর্যন্ত বুমরাহর মিতব্যয়ী বোলিংয়ের সামনেই উড়ে যায় প্রোটিয়া ব্যাটিং অর্ডার।
ভারতের হয়ে একাই পাঁচটি উইকেট দখল করেন জসপ্রিথ বুমরাহ। ৩ টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ১ টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও হার্দিক পান্ডে। পেসারদের তান্ডবের এই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস কোথায় গিয়ে দাঁড়ায় তাই এখন দেখার বিষয়।