বাংলাদেশের হারে অবাক হননি গুনাথিলাকা

ছবি:

চলতি ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছিল লঙ্কানরা।ফলে, টুর্নামেন্ট থেকেই ছিটিকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তারপর, তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে টিকে থাকে শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটের ব্যবধানে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে দীনেশ চান্দিমালের দল।
নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা যে বীররোচিত জয় পেয়েছে তাতে মোটেও অবাক হননি লঙ্কান ওপেনিং ব্যাটসম্যান দানুসকা গুনাথিলাকা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বের যেকোনো দলের বিপক্ষেই জয়ের আত্মবিশ্বাস আছে তাদের।

গুনাথিলাকার ভাষ্যমতে, ‘আমরা অবাক হইনি। কারণ বিষয়টি আমাদের জানাই ছিল যে ছেলেরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বের যে কোনো দলকে হারানো আমাদের পক্ষে অসম্ভব নয়। আমরা আমাদের পারফরম্যান্স ফিরে পেয়েছি এবং এটা আমরা ধরে রাখবো।’
বাংলাদেশের বিপক্ষে পাওয়া ১০ উইকেটের এমন জয় ফাইনালে তাদের ভালো কিছু করতে আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করছেন এই মারকুটে ব্যাটসম্যান, ‘গত বছর সাদা বলে আমাদের মোটেও ভাল কাটেনি। টুর্নামেন্টের শেষ দুটো জয়ই ফাইনালের পথে আমাদের দারুণ কাজে দেবে। বিশেষ করে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
টাইগারদের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করার এই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩৫ রানের সাথে, টাইগারদের অন্যতম সেরা পারফর্মার সাকিব আল হাসানকে রান আউট করে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন গুনাথিলাকা।
জয়টি তাদের অনেক দরকার ছিল তাই, দলের সবাই সেরাটা দিয়ে খেলেছে বলে জানিয়েছেন তিনি, ‘অবশ্যই। দেশের জন্য আমি আমার শতভাগ দিয়েই খেলি। সবাই তাদের শতভাগ দিযেছে। কারণ জয়টি আমাদের ভীষণ দরকার ছিল। আমার মনে হয় আমরা ভাল খেলেছি।’