promotional_ad

ফাইনালের আগে বাংলাদেশ দলে পরিবর্তন

promotional_ad

চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। তবে, ইনজুরির কারণে আর মাঠে নামা হয়নি তার। ইনজুরির কারণে সিরিজের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।




বৃহস্পতিবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আবারও অন্তর্ভুক্ত করা হয়েছেন টাইগার ওপেনার ইমরুল কায়েসকে। 




মাঝে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ওপেনার। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চেলের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ইমরুল। এই বাঁহাতির ইনিংসটি ছিল ১১৮ রানের।



promotional_ad



এদিকে, চলতি ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারছেন না এনামুল হক বিজয়। তাই, ফাইনাল ম্যাচে হয়তো তামিমের সঙ্গী হিসাবে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে।




আগামী ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লঙ্কানদের মোকাবেলা করবে বাংলাদেশ দল। এদিকে, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাত্র ৮২ রানে অল আউট হয়ে ১০ উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ দল।





ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:


তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball