promotional_ad

মাশরাফির কাঠগড়ায় 'মিডল অর্ডার'

promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচে বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যর্থ হয়েছিল। লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচেও দাঁড়াতে পারেননি তারা। দলীয় ১৬ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর দলের মিডল অর্ডার দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে।




ফলে, লঙ্কানদের বিপক্ষে মাত্র ৮২ রানে অল আউট হয়ে ১০ উইকেটে হেরেছে টাইগাররা। বড় ব্যবধানে ম্যাচ হারার পর টাইগার অধিনায়ক মাশরাফি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলের মিডল অর্ডারকে। মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন টাইগার অধিনায়ক।




মাশরাফির ভাষ্যমতে, "আনটেস্টেড এটা আমি বলব না। ওরা সুযোগ পেয়েছিল। মিডল অর্ডার যে এক্সপোজড হয়নি তা না। জিম্বাবুয়ের সাথেও তারা সুযোগ পেয়েছিল কিন্তু আমরা ফেল করেছি। আজকেও আমরা ফেল করেছি। এটা অবশ্যই আমি বলবো…যে কোনো দিকেই যেতে পারে। যদি বলি কনসার্নের জায়গা আছে তা বললেও ভুল হবে না।"





promotional_ad

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান চলতি সিরিজে তার চিরচেনা মিডল অর্ডার ছেড়ে ব্যাট করছেন তিন নম্বরে। টপ অর্ডার এর সুফল পেলেও, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ক্রমাগত ব্যর্থ হচ্ছে। ফলে তাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন মাশরাফি।




এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি টপ অর্ডারে সাকিব আল হাসান আসার পর আমরা যেটা চেয়েছি ঠিক সেটাই তারা ডেলিভারী দিতে পেরেছে। এখন মিডল অর্ডার ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে। এমন না যে তারা অনুশীলনে যেটা চাচ্ছে সেটা হচ্ছে না। কিংবা নেটে যেটা চাচ্ছে সেটা হচ্ছে না। হয়তো করছে ঠিকই করছে কিন্তু মূল জায়গায় এসে এক্সিকিউশন ঠিক মতো হচ্ছে না। আমার কাছে মনে হয় মানসিকভাবে প্রস্তুত হতে হবে। লাকও ফেবার করতে হবে।"




বাংলাদেশ দলের মিডল অর্ডারের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সাব্বির রহমান ও নাসির হোসেন। চলতি সিরিজে এখনও হাত খুলে খেলতে পারননি। এর কারণ হিসেবে মানসিক ও টেম্পামেন্টকে দায়ি করছেন মাশরাফি। তাছাড়া, সময় নিয়ে খেলার অভ্যাসটা কম বলেই এমনটা হচ্ছে বলে মত টাইগার অধিনায়কের।





মাশরাফি বলেছেন, "মেন্টালি এই চাপটা নিতে পারছে কিনা, আরেকটা হচ্ছে টেম্পারমেন্ট। হয়তবা তারা রানটাকে বেশি পছন্দ করে, সময় কাটানোর চেয়ে মনে করে রানটা কুইক আসলে তাড়াতাড়ি সেট হয়ে যেতে পারে। ফার্স্ট ক্লাসেও যদি দেখেন তিন, চার উইকেট পড়ার পরো স্ট্রাইকরেট কিন্তু ১০০ থাকে। কাজেই ওই অভ্যাসটা আমাদের কম।"




ফাইনালের আগে নিজেদের ব্যাটিং নিয়ে নাসির-সাব্বিরদের চিন্তা করার তাগিদ দিয়েছেন মাশরাফি, "এমনকি ওয়ানডে ম্যাচেও যে কখনো কখনো উইকেট পড়ে গেলে ছোট সময়ে জন্য উইকেটে সেট হয়ে রান করা, ওই অভ্যাসটা হয়তবা ন্যাচারালি আমাদের ক্রিকেটে একটু কম আছে। এখানে একটা ঘাটতি থাকতে পারে। আমার মনে হয় ওরা নিজেরাও খারাপ ফিল করছে আমার থেকেও। আমি চাইব যে ফাইনালের আগে এটা নিয়ে তারা চিন্তা করুক।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball