promotional_ad

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অনীহা

promotional_ad

২০১৮ সালের জুলাইয়ের দিকে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরের কথা ছিল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের সাথে দুই টেস্ট ও তিন ওয়ানডের খেলার কথা ছিল অজিদের।


কিন্তু বাংলাদেশের জন্য বহুল প্রত্যাশিত সিরিজটি খেলতে অনীহা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। এই বিষয়ে বিসিবিকে মেইল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। মূলত পৃষ্ঠপোষকের অভাবের কারনেই বাংলাদেশের সাথে খেলতে রাজি হচ্ছে না অস্ট্রেলিয়া। 


এছাড়া সম্পচার স্বত্বাধিকারীদের অনাগ্রহও একটা বড় কারন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশকে আতিথিয়তা দেয়ায় মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে লাভের চেয়ে ক্ষতির হওয়ার আশংকা দেখছেন অজি ক্রিকেট কর্তারা।



promotional_ad

বিসিবিকে পাঠানো মেইলে সিরিজ বাতিলের জন্য আবহাওয়ার অজুহাতও দেখানো হয়েছে। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না হলে বিসিবির আর্থিক ক্ষতির বিষয়টি দেখভাল করতে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া।  


২০১৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে প্রথমবারের মত টেস্ট হারের পর নিজেদের মাটিতে বাংলাদেশকে আতিথেয়তা দেয়ায় অজিদের অনীহা সবাইকে অবাক করেছে। 


বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে সর্বশেষ ২০০৩ সালে, সেসময় খালেদ মাহমুদ সুজন ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। দীর্ঘ ১৫ বছর পর আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অনাগ্রহে সেই সুযোগও হাতছাড়ার পথে।



সূত্রঃ একাত্তর টিভি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball