দ্রুততম অর্ধশতকের পথে মুস্তাফিজ

ছবি:

বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান চলতি ত্রিদেশীয় সিরিজে বল হাতে দারুণ ছন্দে আছেন। তিন ম্যাচে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে দারুণ এক রেকর্ডের সামনে কাটার মাস্টার। আগামী ম্যাচে আর মাত্র ১ উইকেট পেলেই বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট দখলের কীর্তি গড়বেন মুস্তাফিজ।

২০১৫ সালের ১৮ জুন ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া এই তারকা এখন পর্যন্ত ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪৯টি উইকেট নিয়েছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডটি এখনও বাঁহাতি স্পিন তারকা আব্দুর রাজ্জাকের দখলে রয়েছে।
৫০তম উইকেট শিকার করতে রাজ্জাক খেলেছিলেন ৩২ টি ওয়ানডে। ক্যারিয়ারের ৩৯তম ওয়ানডেতে খেলে ৫০ উইকেট শিকার করেছিলেন পেসার সৈয়দ রাসেল। ২০১৫ সালে ওয়ানডেতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন মুস্তাফিজুর।
অবশ্য, তার পরের ম্যাচে আরও ৬ উইকেট দখল করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে তিন ম্যাচে মুস্তাফিজ নিয়েছিলেন ১৩টি উইকেট।এরপর থেকেই বাংলাদেশ দলের নির্ভরযোগ্য বোলার তিনি।
বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচে আর ১ টি উইকেট নিলেই লেন প্যাসকো, প্যাট্রিক প্যাটারসন ও কার্টলি অ্যামব্রোসদের মতো কিংবদন্তিদের পাশে নাম লেখাবেন মুস্তাফিজ।