বাংলাদেশের এই দলটাকেই ইতিহাসের সেরা মানছেন চান্দিমাল

ছবি:

গেল কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। মাশরাফির নেতৃত্বে এবং সাকিব, তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেট তারকাদের হাত ধরে গেল আড়াই বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ধারাবাহিক ভাবে সাফল্য পেয়েছে।
বাংলাদেশের বর্তমান দলটাই অনেকের কাছে টাইগারদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল। তারই ধারাবাহিকতায়,
টাইগারদের বর্তমান দলটিকে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অসাধারণ বলে আখ্যায়িত করলেন শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্দিমাল।

২০১৫ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে এই দলটিই। তাছাড়া একই বছর ঘরের মাঠে তিন শক্তিশালী ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল।
এরপর ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে খেলে টাইগাররা। চলমান ত্রিদেশীয় সিরিজেও নিজেদের দাপুট অটুট রেখেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতেছে টাইগাররা। শুধু জয়ই নয় বোনাস পয়েন্টসহ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত দলপতি দীনেশ চান্দিমালের মতে, বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা নিজেদের দায়িত্বটা সঠিক ভাবে পালন করায় টাইগাররা উপক্রিত হচ্ছে। তাছাড়া, ৮-১০ বছর ধরে সিনিয়র খেলোয়াড়রা একসাথে খেলায়, বাংলাদেশ বাড়তি সুবিধা পাচ্ছে বলে মত চান্দিমালের।
‘বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ। ওদের দারুণ কিছু প্লেয়ার আছে, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ। মূল ব্যাপার হলো সিনিয়র প্লেয়ার হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ৮-১০ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার মনে হয় এটাই তাদের বাড়তি সুবিধা। তারা সবাই অসাধারণ খেলছে।’