promotional_ad

ইনজুরি ভাবনায় লঙ্কানরা

promotional_ad

চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস। ত্রিদেশীয় সিরিজ তো বটেই টাইগারদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও অনিশ্চিত এই অলরাউন্ডার।




ম্যাথিউসের পর গত ২১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সাক্ষাতে সাইড স্ট্রেনের ইনজুরির কবলে পড়েছেন মারকুটে লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরা। ফাইনাল নিশ্চিত করার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাইড বেঞ্চে বসেই কাটাতে হবে তাকে।




নির্ভরযোগ্য দুই ক্রিকেটারের ইনজুরি চিন্তায় ফেলে দিয়েছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টকেও। বুধবার (২৪ জানুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে সেই চিন্তার কথাই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন লঙ্কানদের ভারপ্রাপ্ত দলপতি দিনেশ চান্দিমাল।





promotional_ad

এই লঙ্কান তারকার ভাষ্যমতে, ‘গেল দেড় বছর ইনজুরিই আমাদের দলের প্রধান বিবেচ্য বিষয়। যখন কেউ চোটে পড়ে তখন দলের সঠিক কম্বিনেশন দাঁড় করানো কঠিন হয়ে যায়। সে বিষয়ে আমরা কনসার্ন আছি।’




চলমান ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ বোনাস পয়েন্টসহ জিতে ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। জিম্বাবুয়ে চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট অর্জন করেছে। আর লঙ্কানদের পয়েন্টও সমান। তবে, একম্যাচ কম খেলে রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে শ্রীলঙ্কা।




ফাইনালে জায়গা করে নিতে জিম্বাবুয়ে এখন তাকিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। যেখানে লঙ্কানরা বড় ব্যবধানে হারলে ফাইনালে চলে যাবে জিম্বাবুয়ে। আর বাংলাদেশকে কোনোরকমে হারাতে পারলেই ফাইনালে যাবে শ্রীলঙ্কা। 





তাই ফাইনালের আগে আরেক ফাইনালে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলবেন চান্দিমালরা, ‘দল হিসেবে আমরা ওভাবে ভাবিনি। সত্যি কথা বলতে আমাদের ভালো খেলতে হবে এবং অন্য আট দশটা ম্যাচের মতোই। আমরা যে জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারবো শুধু ওটাই ফোকাস করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে এবং আমরা সেটাই করবো।’




তবে, সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে বেশ সমীহই করছে শ্রীলঙ্কা, ‘বাংলাদেশ যখন তাদের ঘরের মাঠে খেলে তখন তারা দল হিসেবে সত্যিই ভালো। ক্রেডিটটা তাদের দিতেই হচ্ছে। এই টুর্নামেন্টে তারা অসাধারণ কিছু ম্যাচ খেলেছে। আপনি জানেন আমরা সবাই ভুল করতে পারি, ক্রিকেটটা এমনই। তারা তাদের ঘরের মাটিতে ভালো। তবে আমাদের  উচিত হবে দলের শক্তির জায়গাটি বুঝে খেলা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball