promotional_ad

'৩০-৪০ এই দলের জন্য যথেষ্ঠ না'

promotional_ad

তিন বছর পর ওয়ানডে দলে ফিরে চলতি ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে ফেলেছেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। প্রথম দুই ম্যাচে ১৯ ও ৩৫ রানের সম্ভাবনাময় ইনিংস খেললেও মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ১ রান করে আউট হয়েছেন এই ওপেনার।




তারপরও বিজয়কে নিয়ে আশাহত হচ্ছেন না তার উদ্বোধনী সঙ্গী তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনারের মতে আরেকটু সুযোগ পেলে বিজয়ের ব্যাট থেকেও পাওয়া যাবে বড় ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই তিনি চাপ মুক্ত হয়ে ব্যাটিং করেছেন বলে জানালেন তামিম।





promotional_ad

"আমার কাছে মনে হয় ওর এই ম্যাচটা বাদ দিলে বাকি দুইটি ম্যাচ ভালোই লেগেছে। ব্যক্তিগতভাবে মনে হয় সে বড় রান করার খুব কাছেই আছে। আসলে ৩০-৪০ এই দলের জন্য যথেষ্ঠ না। । আর সত্যি কথা বলতে শ্রীলঙ্কার বিপক্ষে ও আমার উপর থেকে অনেকখানি চাপ সরিয়ে নিয়েছে। আর এই সিচুয়েশনে এটা যদিও যথেষ্ট নয় তবে আমি মনে করি সে ভালো করবে।"




এদিকে, এদিন জিম্বাবুয়ের বিপক্ষে দলীয় ১৬৩ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ দল। এই সময় ব্যাট হাতে জ্বলে ওঠার দারুণ সুযোগ ছিল নাসির হোসেন ও সাব্বির রহমানের। তবে, এই দুই তারকাই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।





নাসির মাত্র ২ রান করে জার্ভিসের বলে জিম্বাবুইয়ান উইকেটরক্ষক টেলরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। আর সাব্বির ব্যক্তিগত ৬ রানে সেই জার্ভিসের বলে আরভিনের দৃষ্টিনন্দন ক্যাচে ফিরেছেন সাজঘরে। তামিম আশা করছেন পরের ম্যাচেই রানে ফিরবেন নাসির। আর সাব্বিরের শটে খারাপ কিছু দেখেননি তিনি।




"অবশ্যই। এই ধরণের সুযোগের জন্য সব প্লেয়ারই অপেক্ষা করে। তাদের সামনে একটা সুযোগ ছিলো। আমার কাছে মনে হয়, সাব্বির আসলে দূর্ভাগা। কারণ অসাধারণ ক্যাচ ছিলো তার। তার খেলা শটটিতে (আউট হওয়া  শট) আমি খারাপ কিছুই দেখিনি। নাসির হয়তো হতাশ। পরের ম্যাচগুলোতে হয়তো রান পাবে এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball