রেকর্ড গড়ে গর্বিত তামিম

ছবি:

টাইগার ওপেনার তামিম ইকবাল চলতি ত্রিদেশীয় সিরিজে দারুণ ফর্মে আছেন। টানা তিন ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন এই ড্যাশিং ওপেনার। আগের দুই ম্যাচেই সমান ৭৪ রান করে আউট হয়েছিলেন তিনি।
তবে, আজ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৭৬ রানে আউট হয়েছেন। এগিয়ে এসে ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে গ্রায়েম ক্রেমারের বলে ব্র্যান্ডন টেলরের স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন তিনি। উইকেটে সেট হয়েও এই ভাবে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তামিম।

তবে, এই ইনিংস খেলেই ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন তিনি। ম্যাচ সেরার পুরষ্কার হাতে তামিম জানিয়েছেন, মিরপুরের উইকেট আজ সহজ ছিল না। তাছাড়া, আরও কিছুক্ষণ ব্যাট করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। এই মাঠে ২৩০-২৪০ রান আদর্শ ছিল বলেও মত তামিমের।
এই টাইগার ওপেনারের ভাষ্যমতে, "এটা কোনো সহজ উইকেট ছিল না। এই ধরণের উইকেটে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং বাজে বলগুলোকে মারতে হবে। আমি মনে করে আমার আউটের ধরণটা ভালো ছিল না। আরও কিছুক্ষণ ব্যাট করা উচিত ছিল। এই উইকেট ২৩০-২৪০ রানের জন্য আদর্শ। আমরা যখন বাউন্ডারি পাচ্ছিলাম না তখন স্ট্রাইক রেটেড করে খেলতে চাইছিলাম"
সাকিব ও মুশফিকের ব্যাটিংয়ের প্রশংসা করে তামিম বলেছেন, "সাকিব অসাধারণ খেলেছে এবং মুশফিকও দারুণ খেলেছে। " এদিকে,জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম।
শুধু তাই নয়, ছয় হাজারি ক্লাবে পা রাখার পাশাপাশি আরেকটি দারুণ রেকর্ড গড়েছেন ড্যাশিং এই ওপেনার। এক ভেন্যুতে সর্বাধিক রানের রেকর্ড এখন তামিমের দখলে। রেকর্ড গড়া প্রসঙ্গে তামিম বলেছেন, "সবসময়ই রেকর্ড ভাঙা দারুণ একটি গর্বের মুহূর্ত। (প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ ও এক ভেন্যুতে সর্বাধিক রানের রেকর্ড ভাঙা প্রসঙ্গে)"