promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ফিরছেন সানজামুল?

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচ বোনাস পয়েন্টসহ জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তাই বাকি দুই ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছে টাইগাররা। তবে সেই সুযোগ লুফে নিচ্ছেনা বাংলাদেশ দল।


দলে থাকা আবুল হাসান, মেহেদী হাসান মিরাজ ও আবুল হাসানদের খেলানোর সুযোগ থাকলেও তাদের নিয়ে পরিক্ষা নিরীক্ষা চালাবেন না খালেদ মাহমুদ সুজন। সেকথা ফাইনাল নিশ্চিত হওয়ার পরই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর।


খালেদ মাহমুদ সেই পরিকল্পনায় অটুট থেকেই, জিম্বাবুয়ের বিপক্ষে আগামী কালকের ম্যাচে আবারও মাঠে নামিয়ে দিতে পারেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলা সানজামুলের বদলি হিসেবে লঙ্কানদের বিপক্ষে খেলেছেন সাইফউদ্দিন।



promotional_ad

তার বদলেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশে দেখা যেতে পারে সানজামুলকে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বাঁহাতি স্পিনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানের বরাবরের দুর্বলতার কথা ভেবে সেদিন সাকিব আল হাসানের সঙ্গে একাদশে রাখা হয়েছিল সানজামুলকে।


এই কৌশল সেদিন কাজে দিয়েছিল বেশ। ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। নতুন বলে ১০ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সানজামুল ইসলাম। বল হাতে ছন্দে থাকলেও পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা হয়নি তার।


সেদিন ব্যাটিং উইকেটের কথা মাথায় রেখে খেলানো হয় পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে। মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়তো আবারও সুযোগ পাচ্ছেন সানজামুল।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball