promotional_ad

টাইগারদের হারানোর বিশ্বাস আছে জিম্বাবুয়ের

promotional_ad

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারছে না জিম্বাবুয়ে। শেষ ৯ টি ওয়ানডে ম্যাচেই টাইগারদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে জিম্বাবুইয়ানরা। পরিসংখ্যান ঘাটলে দেখা যায় এখন পর্যন্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে একে অন্যের বিপক্ষে মোট ৬৮ টি ওয়ানডে ম্যাচ খেলেছে।




এর মধ্যে  ৪০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল আর জিম্বাবুয়ের জয় ২৮ টিতে। জিম্বাবুয়ে শেষবার বাংলাদেশকে হারাতে পেরেছে ২০১৩ সালে। তাও নিজেদের মাঠ বুলাওয়েতে। এদিকে, ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিম্বাবুয়েকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। তারপরও, সিরিজে দ্বিতীয় সাক্ষাতে টাইগারদের হারিয়েই ফাইনালে জায়গা করে নিতে চায় দলটি।





promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ জিম্বাবুইয়ানদের জন্য। কারণ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানের ব্যবধানে হারালেও পরের ম্যাচে হেরে গেছে দলটি। বাংলাদেশ হারিয়েছে দুই দলকেই। বোনাস পয়েন্ট নিয়ে সবার আগেই ফাইনালে নিশ্চিত করেছে টাইগাররা। এখন স্বাগতিকদের হারালে জিম্বাবুয়ে ফাইনালে যাবে। আবার বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে হারলে এবং টাইগাররা শ্রীলঙ্কাকে হারালে, রান রেটে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে।




এতো হিসাব নিকাশ মাথায় রেখেই জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার মুর জানিয়েছেন বাংলাদেশকে হারানোর বিশ্বাস আছে তাদের, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টামটা আমাদের হাতে থাকলেও গতকাল হেরে গেলাম। আমরা তারপরও তো প্রমাণ করে রেখেছি যে, আমরা পারি। আমরা নিজেদের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারলে বাংলাদেশকে হারাতে পারার সবটুকু বিশ্বাসই আছে আমাদের।’





এদিকে, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, মুর নিজেও ব্যাট হাতে রানের মধ্যে আছেন চলতি সিরিজে। বল হাতেও উজ্জ্বল মুজারাবানি, ক্রেমার, জার্ভিসরা। মঙ্গলবার টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে মুর হুঙ্কার দিয়ে জানিয়ে রেখেছেন ফাইনালের দর্শক হওয়ার জন্য তারা ত্রিদেশীয় সিরিজ খেলতে আসেননি।




‘(ফাইনালে খেলা) আমার মনে হয় বিরাট ব্যাপার হবে। অবশ্যই আমরা এখানে ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এসেছি। এখানে শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি। আমাদের সবার জন্য এটা বড় ব্যাপার, দেশে যারা তাকিয়ে আমাদের দিকে, তাদের জন্যও। বিশ্বকাপ বাছাইয়ের আগে এটা প্রাক খেলা আমাদের। সেখানে ফাইনালে উঠতে পারলে তো দুর্দান্ত ব্যাপার হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball