অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পূর্ণাঙ্গ সূচি

ছবি:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। শনিবার প্রোটিয়া যুবাদের ৭১ রানে হারিয়েছে স্বাগতিকরা। এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৯ সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। এর ফলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড কোয়ার্টার ফাইনালে 'ডি' গ্রুপের রানার্স আপ আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবে। ২৫ জানুয়ারি এই ম্যাচটি মাঠে গড়াবে ক্রাইস্টচার্চে।

অন্যদিকে ‘এ’ গ্রুপ রানার্স আপ হিসাবে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে ‘??ি’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে। ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে প্রোটিয়াদের মোকাবেলা করবে পাকিস্তানি যুবারা।
শনিবার যুব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপের নক আউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। কানাডার এই পরাজয়ের ফলে, টাইগার যুবারাও গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ চারে জায়গা করে নিতে হলে সাইফদের কঠিন পরীক্ষা দিতে হবে। আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। কুইন্সটাউনে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায়।
আর বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল ইংল্যান্ড ২৩ জানুয়ারি কুইন্সটাউনে শেষ আটে লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে ইংলিশরা। অন্যদিকে এই ইংলিশদের বিপক্ষেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচে হারের কারণে দুটি জয় নিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে সাইফরা।