promotional_ad

গৌরবময় অভিষেকের অপেক্ষায় 'অখ্যাত' মুকুল

promotional_ad

ক্রিকেট খেলাকে পেশা হিসেবে বেঁছে নেয়ার পর সেই পেশাকে পরিবর্তন করে আম্পারিংয়ের ক্ষেত্রে মনোনিবেশ করার নজির ক্রিকেট বিশ্বে অনেক রয়েছে। আমাদের এই বাংলাদেশের হয়েই একটা সময় মাঠ মাতিয়েছিলেন এনামুল হক মনি। পরবর্তীতে সেই মনিই আম্পায়ারিংকে পুরদস্তুর পেশা হিসেবে গ্রহণ করেন। 


আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডেতেও আম্পায়ারিং করেছেন তিনি। এবার মনির দেখানো পথেই হাঁটতে যাচ্ছেন ৪২ বছর বয়সী মাসুদুর রহমান মুকুল। নাম শুনে হয়তো অনেকেই চিনবেন না, তবে যারা একটু চোখ কান খোলা রাখেন তাদের মুকুলকে চিনতে ভুল হবে না বৈকি। 


কেননা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ এই মুকুল। আম্পায়ারিং করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরেও। শুধু তাই নয়, একটা সময় ঘরোয়া ক্রিকেটে ব্যাট ও বল হাতেও মাঠে নামতেন তিনি। যদিও খুব বেশি ম্যাচ খেলা হয়নি তাঁর। ১২টি প্রথম শ্রেণীর ম্যাচের পাশাপাশি লিস্ট 'এ' ম্যাচ খেলেছিলেন সর্বসাকুল্যে ৩০টি।


ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্সও মুকুলের বলার মতো কিছু ছিলো না। ১২টি প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে ১৮.৮১ গড়ে তাঁর সংগ্রহ ছিলো মোটে ৩০১ রান। অপরদিকে লিস্ট 'এ' ক্রিকেটে ৩০ ম্যাচে ১৬.০৭ গড়ে তাঁর রান ছিলো ২২৫।



promotional_ad

হয়তো নিজের পারফর্মেন্সে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি মুকুল। কিংবা বরাবরই আম্পায়ারিংয়ের প্রতি ঝোঁক ছিলো তাঁর। এই কারণেই কিনা পরবর্তীতে আম্পায়ারিংকে নিজের ধ্যান জ্ঞান ধারণা হিসেবে দেখা শুরু করেন তিনি। আর এখানেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিনার এনামুল হক মনির সাথে তাঁর সামঞ্জস্যতা।


এই দুইজনেরই দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে। পার্থক্য বলতে দেশের জার্সিতে মনি মাঠ মাতিয়েছিলেন পুরোদমে, আর মুকুল জাতীয় দলের দরজা পর্যন্ত পৌঁছুতেই পারেনি। 


এদিকে দেশের হয়ে খেলতে না পারলেও এবার মুকুলের সামনে একটি বড় সুযোগ এসেছে দেশকে প্রতিনিধিত্ব করার। আগামী ২১শে জানুয়ারি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো আম্পায়ার হিসেবে দাঁড়াবেন মাসুদুর রহমান মুকুল। 


শুধু সেই ম্যাচেই নয়, ত্রিদেশীয় সিরিজের পর অনুষ্ঠিত শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার একটি টি টোয়েন্টি ম্যাচেও দাঁড়াবেন তিনি। এই নিয়ে ১২তম বাংলাদেশি আম্পায়ার হিসেবে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দাঁড়াবেন মুকুল।



মুকুল ও মনি ছাড়া এর আগে এই গৌরবের ভাগিদার ছিলেন নাদির শাহ, শরফুদ্দৌলা ইবনে সৈকত, আ.ফ.ম আখতারুদ্দিন, আনিসুর রহমান, মাহবুবুর রহমান, শওকতুর রহমান, সায়লাব হোসেন, জাহাঙ্গীর আলম, সৈয়দ মাহবুবউল্লাহ ও মেসবাহউদ্দিন আহমেদ।  


ছবি-সংগৃহীত 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball