promotional_ad

নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সুজন

promotional_ad

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তাঁকে নিযুক্ত করা হলেও মাঝেসাঝে কোচের ভূমিকাও পালন করতে হবে তাঁকে। কেননা এখন পর্যন্ত টাইগারদের কোচ হিসেবে কাউকেই নির্ধারিত করা হয়নি। 


মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন জানিয়েছেন নতুন এই দায়িত্ব যথেষ্টই চ্যালেঞ্জিং তাঁর জন্য। বিশেষ করে দর্শকদের প্রত্যাশার চাপটিকেই সবথেকে বড় করে দেখছেন তিনি। সুজন বলছিলেন, 


'চ্যালেঞ্জ তো অবশ্যই। আমি মনে করি সুযোগ। বাংলাদেশে প্রত্যাশার চাপ থাকে কিন্তু আবার সাপোর্ট ওরিয়েন্টেড ব্যাপারও থাকে। যেমন যখন ভাল খেলতে থাকে দর্শকরা মাঠে যেভাবে চিৎকার করেন সেটা আমাদের জন্য সবসময়ই হেল্প করে। চাপ থাকবে।  ইন্টারন্যাশনাল ক্রিকেট মানেই চাপ।'


তবে প্রত্যাশার চাপ থাকলেও তা বেশ উপভোগই করেন সুজন বলে জানালেন। আগামী সিরিজটি ক্রিকেটাররা বেশ উপভোগ করবে বিশ্বাস তাঁর। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য,  



promotional_ad

'আমি মনে করি ছেলেরা যখনই আমরা খেলি..শেষ সাড়ে তিন বছরে আমাদের যে পারফরম্যান্স প্রত্যাশার এই প্রেসারটা আমরা উপভোগ করি। ড্রেসিংরুমে ছেলেদের যখন দেখতাম আগে জিততাম, অনেক ম্যাচ জিতেছি আমরা ঢাকায় বা আমাদের কন্ডিশনে... ছেলেরা তা উপভোগ করে। আমার বিশ্বাস এই সিরিজটা ওরা অনেক এনজয় করবে।'


টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে স্বাভাবিকভাবেই কিছুটা চাপ থাকবে বলে স্বীকার করলেন সুজন নিজেও। তবে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় তাঁর কণ্ঠে। বললেন, 


'আর চাপ তো থাকবেই। আমার জন্য নতুন একটা দায়িত্ব, প্রথম অ্যাসাইনমেন্ট তো চাপ তো থাকবেই।  তো আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি... সো ফার মাই লাইফ। এটা আমার জন্য সুযোগ। সবার সাপোর্টে...সবাই অনেক ফিট আছে। সমন্বয় করতে হবে। প্ল্যান এক্সিকিউট করতে হবে সেটা যদি আমরা পারি এই সিরিজে ডেফিনেটলি আমরা টপ ফেবারিট।'


কিছুদিন পরেই জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে বাংলাদেশ। দুই দলের জন্য ভিন্নধর্মী পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টাইগাররা।ছোট ছোট কিছু পরিবর্তন থাকবে বলেও জানিয়েছেন সুজন। তিনি বললেন,  



'প্ল্যান সত্যি কথা বলতে জিম্বাবুয়ে এক ধরনের টিম, তারা এক ধরনের স্টাইলে খেলে। শ্রীলঙ্কা আরেক ধরনের টিম। দুটো দলের সাতে আমাদের হয়তো দুই ধরনের প্ল্যানিং থাকবে। এজন্য আমাদের হয়তো ছোটখাট পরিবর্তন তো থাকবেই। ওরকম বড় কিছু হবে তা না। যদি দেখি যে টিমের প্রয়োজনে অনেক কিছু দরকার। আমি মনে করি এই সিরিজ জেতার জন্য পিছপা হবো না কোনো কিছু করতে।'


সাবেক এই টাইগার অধিনায়ক আরো বলেন, 'যেটা বেটার হয় কম্বিনেশনের জন্য সেটা আমরা করবো। নির্বাচকরা আছেন মাশরাফী-সাকিবরাও অনেক অভিজ্ঞ। দেশের মাটিতে খেলা,আমরা জানি কী ভাল হতে পারে না হতে পারে।  সব কিছু মাথায় রেখেই সব কিছু হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball