promotional_ad

জাদরান-জানাতের ব্যাটে আফগানিস্তানের সিরিজ জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই

২০ ঘন্টা আগে
বিসমিল্লাহ জান শিনওয়ারি, ফাইল ফটো

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।


সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তান ৫ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি ৯ উইকেটে জিতে নিয়ে সমতা ফেরায় আরব আমিরাত। ফলে শেষ ম্যাচ জিতে নিয়ে দুই দলের সামনেই সিরিজ জিতে নেয়ার সুযোগ ছিল।


সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল আরব আমিরাত। জবাবে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে আফগানরা।


promotional_ad

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুজনে যোগ করেন ৩৬ রান। ২০ রান করে গুরবাজ ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাদরান।


আরো পড়ুন

আইসিসির ওয়ানডে মর্যাদা পেল সংযুক্ত আরব আমিরাত, হারাল যুক্তরাষ্ট্র

৩ মে ২৫
সংযুক্ত আরব আমিরাত নারী ক্রিকেট দল

এরপরই শুরু হয় আফগান ব্যাটারদের আসা যাওয়া। গুলবাদিন নাইব আউট হয়েছেন শূন্য রান করে। আফসার জাজাইয়ের ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। নাজিবউল্লাহ জাদরান ফিরেছেন মাত্র ১ রান করে। এর ফলে জয় পাওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। 


যদিও পঞ্চম উইকেটে করিম জানাতকে নিয়ে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন জাদরান। শেষ পর্যন্ত জানাত ২২ বলে ৫৬ ও জাদরান ৫১ বলে ৬০ রান নিয়ে অপরাজিত থাকেন।


আরব আমিরাতের হয়ে দুটি উইকেট নেন জোহর খান। একটি করে উইকেট পেয়েছেন আকিফ রাজা ও জাওয়ার ফরিদ।


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দাপুটে শুরু পেয়েছিল আরব আমিরাত। ওপেনিংয়েই ১২৯ রানের জুটি গড়েছিলেন ভ্রিত্যা আরভিন্দ ও মোহাম্মদ ওয়াসিম। এর মধ্যে আরভিন্দের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৫৯ রান।


ওয়াসিমের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৫ রানের ইনিংস। এই দুজন ফিরে গেলে দলটিকে বড় পুঁজি এনে দিতে পারেননি পরবর্তী ব্যাটাররা। পরের ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।


ফলে আরব আমিরাতের স্কোর গিয়ে ঠেকে ১৬৩ রানে। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও গুলবাদিন। একটি উইকেট পেয়েছেন নাভিন উল হক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball