জাদরান-জানাতের ব্যাটে আফগানিস্তানের সিরিজ জয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই
২০ ঘন্টা আগে
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তান ৫ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি ৯ উইকেটে জিতে নিয়ে সমতা ফেরায় আরব আমিরাত। ফলে শেষ ম্যাচ জিতে নিয়ে দুই দলের সামনেই সিরিজ জিতে নেয়ার সুযোগ ছিল।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল আরব আমিরাত। জবাবে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে আফগানরা।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুজনে যোগ করেন ৩৬ রান। ২০ রান করে গুরবাজ ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন জাদরান।
আইসিসির ওয়ানডে মর্যাদা পেল সংযুক্ত আরব আমিরাত, হারাল যুক্তরাষ্ট্র
৩ মে ২৫
এরপরই শুরু হয় আফগান ব্যাটারদের আসা যাওয়া। গুলবাদিন নাইব আউট হয়েছেন শূন্য রান করে। আফসার জাজাইয়ের ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। নাজিবউল্লাহ জাদরান ফিরেছেন মাত্র ১ রান করে। এর ফলে জয় পাওয়া নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল।
যদিও পঞ্চম উইকেটে করিম জানাতকে নিয়ে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়ে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন জাদরান। শেষ পর্যন্ত জানাত ২২ বলে ৫৬ ও জাদরান ৫১ বলে ৬০ রান নিয়ে অপরাজিত থাকেন।
আরব আমিরাতের হয়ে দুটি উইকেট নেন জোহর খান। একটি করে উইকেট পেয়েছেন আকিফ রাজা ও জাওয়ার ফরিদ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দাপুটে শুরু পেয়েছিল আরব আমিরাত। ওপেনিংয়েই ১২৯ রানের জুটি গড়েছিলেন ভ্রিত্যা আরভিন্দ ও মোহাম্মদ ওয়াসিম। এর মধ্যে আরভিন্দের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৫৯ রান।
ওয়াসিমের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৫ রানের ইনিংস। এই দুজন ফিরে গেলে দলটিকে বড় পুঁজি এনে দিতে পারেননি পরবর্তী ব্যাটাররা। পরের ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
ফলে আরব আমিরাতের স্কোর গিয়ে ঠেকে ১৬৩ রানে। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও গুলবাদিন। একটি উইকেট পেয়েছেন নাভিন উল হক।