প্রথম বিশ্বকাপ বলেই হাসানের রোমাঞ্চ বেশি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপ্র্টযা ||


নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করেছে বাংলাদেশ। এই ম্যাচে ২ উইকেট নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ।


যদিও ইনিংসের প্রথম দুই বলেই ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে মোমেন্টাম এনে দেন তাসকিন আহমেদ। এরপর বোলিংয়ে এসে বাংলাদেশকে ম্যাচে রাখেন হাসান।


promotional_ad

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন হাসান। এ কারণেই অনেক বেশি রোমাঞ্চ ছিল বলে জানিয়েছেন এই টাইগার পেসার। পরের ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।


এ প্রসঙ্গে হাসান বলেন, 'অবশ্যই, প্রথম বিশ্বকাপ বলে রোমাঞ্চটা একটু বেশি। আমার খুব ভালো লাগছে, তাসকিন ভাই, মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বোলিং করতেছি। আমরা চেষ্টা করবো এটাকে ধরে রাখা এবং নিশ্চয় সামনে বাংলাদেশকে অনেক দেয়ার আছে।'


বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও দারুণ বোলিং করেছিলেন হাসান। বিশ্বকাপে প্রথম ম্যাচেও তিনি সেই পারফরম্যান্সের প্রতিফলন রাখলেন।


নিজের পারফরম্যান্স নিয়ে হাসান বলেন, 'এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো। অবশ্যই, প্রথম ওভার থেকেই ফ্লো টা তাসকিন ভাই ধরেছিল। দ্বিতীয়ত আমি ছিলাম। খুব ভালো লাগছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball