জয় দিয়ে স???পার ফোর শুরু শ্রীলঙ্কার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মৃতির সেঞ্চুরিতে লঙ্কানদের উড়িয়ে ভারতের ত্রিদেশীয় সিরিজ জয়
১১ মে ২৫
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ইনিংসের পরও বোলারদের ব্যর্থতায় ম্যাচ জেতা হলো না আফগানিস্তানের।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৫ রান তোলে আফগানরা। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৮৪ রান আসে গুরবাজের ব্যাটে। উইকেটরক্ষকের এই ওপেনারের ৪৫ বলে খেলা ইনিংসে ছিল চারটি চার এবং ছয়টি ছক্কার মার।
এ ছাড়া ইব্রাহিম জাদরানের ব্যাটে আসে ৩৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ৪০ রানের ইনিংস। শেষদিকে ১০ বলে ১৭ রানের ক্যামিও খেলেন নাজিবউল্লাহ জাদরান। রশিদ খান করেন ৭ বলে ৯ রান।

শ্রীলঙ্কার হয়ে ৩৬ রান খরচায় দুই উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা। একটি করে উইকেট নেন মাহিশ থিকশানা এবং আসিথা ফার্নান্দো।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে দলটি তোলে ৬২ রান। ৬.৩ ওভারে এই রান করে তারা। ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন কুশল মেন্ডিস।
দলীয় ১১৯ রানের মধ্যে পাথুম নিশাঙ্কা (২৮ বলে ৩৫), চারিথ আসালঙ্কা (১৪ বলে ৮) এবং দানুশকা গুনাথিলাকা'র (২০ বলে ৩৩) উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষদিকে ভানুকা রাজাপাকশের ১৪ বলে ৩১ ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ৯ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসে লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা।
পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে শ্রীলঙ্কা। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন মুজিব উর রহমান এবং নাভিন উল হক। একটি করে উইকেট নেন রশিদ খান ও মোহাম্মদ নবি।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান- ১৭৫/৬ (২০ ওভার) (গুরবাজ ৮৪, ইব্রাহিম ৪০; মাদুশাঙ্কা ২/৩৬)।
শ্রীলঙ্কা- ১৭৯/৬ (১৯.১ ওভার) (মেন্ডিস ৩৬, নিশাঙ্কা ৩৫, গুনাথিলাকা ৩৩, রাজাপাকশে ৩১; মুজিব ২/৩০, নাভিন ২/৪০)।