promotional_ad

দেশের মানুষ ফর্ম এবং ফর্মহীনতা বোঝে না: তামিম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের অনেক ক্রিকেট প্রেমীই ফর্মে থাকা এবং ফর্মহীনতার যোগ্য ব্যাখ্যা জানেন না। একজন ব্যাটসম্যান কিংবা বোলার কয়েকটি ম্যাচে খারাপ খেললেই ফর্মহীনতার দোহাই দিয়ে তাঁকে বাতিলের খাতায় ফেলতে কার্পণ্য করেন না অনেকেই। 


মূলত 'ফর্মের' সংজ্ঞা ঠিকমতো না জানার কারণেই ক্রিকেটারদের সমালোচনায় লিপ্ত হন অধিকাংশ মানুষ। বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খানের ধারণা এমনটাই। শনিবার ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ সেশনে এই প্রসঙ্গে কথা বলেন তিনি। 


নানা চড়াই উৎরাই পার হয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত করেছেন তামিম। ধারাবাহিকভাবে খারাপ খেলার কারণে ক্যারিয়ারে বেশ কয়েকবার সমালোচনার শিকার হতে হয় তাঁকে।তবে ফর্মে ছিলেন না বলেই খারাপ খেলেছেন এমনটা মানতে নারাজ দেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। 



promotional_ad

তামিম বলেছেন, 'আমার কাছে মনে হয় আমরা ফর্ম আর আউট অব ফর্ম ব্যাপারটি বুঝি না। আমরা বলে যে ব্যাটসম্যানের ফর্ম নেই। একজন ব্যাটসম্যান যদি তিন, চার কিংবা পাঁচ ম্যাচ খারাপ খেলে এর মানে এটা না যে সে ফর্মে নেই। আর একজন ব্যাটসম্যান যদি সাত ম্যাচে খারাপ খেলার পরে এক ম্যাচে ভালো খেলে এর মানে এটা না যে সে ফর্মে ফিরেছে। এক্ষেত্রে আমাদের বোঝার সমস্যা আছে বলে আমার মনে হয়।' 


বাংলাদেশের হয়ে ৬০টি টেস্ট, ২০৭ টি ওয়ানডে এবং ৭৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। টেস্টে ৩৮.৬৪ গড়ে ৪ হাজার ৪০৫ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে ৯টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।


অপরদিকে ৩৬.৭৪ গড়ে ওয়ানডেতে ৭ হাজার ২০২ রান করেছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। এছাড়া ২৪.০৮ গড়ে এক হাজার ৭৫৮ রান করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে দেশের হয়ে একটি সেঞ্চুরিসহ ৭টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম।  


 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball