promotional_ad

ধাওয়ানের বদলি দুজন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাঁধের ইনজুরির জন্য আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। ধাওয়ানের বদলি হিসেবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে ভিন্ন দুই ক্রিকেটার জায়গা পেয়েছেন।


ধাওয়ানের বদলি হিসেবে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন সাঞ্জু স্যামসন আর ওয়ানডেতে তাঁর বদলি পৃথ্বী শ।মশুক্রবার (২৪ জানুয়ারি) অকল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।



promotional_ad

২০১৮ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছিলেন শ। বর্তমানে ভারতের 'এ' দলের হয়ে নিউজিল্যান্ড সফরে রয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। একটি প্রস্তুতি ম্যাচে ১০০ বলে ১৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।


এ ছাড়া কিছুদিন আগেই ভারতের জনপ্রিয় ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে ক্যারিয়ার সেরা ২০০ রানের ইনিংস খেলেছেন শ। গত বছরের নভেম্বরে ডপ টেস্টে পজেটিভ হয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শ।


এরপর নিষিদ্ধও হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফেরার ক্ষণ গুনছিলেন তিনি। এবার ধাওয়ানের চোটই তাঁর কপাল খুলে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে শর।



ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), সাঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।


ভারতের ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), পৃথ্বি শ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ত (উইকেরক্ষক), শিবাম দুবে, কুলদ্বীপ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং কেদার যাদভ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball