promotional_ad

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোমানিয়ার বিশ্বরেকর্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক থেকে সবথেকে বড় জয়ের বিশ্বরেকর্ড গড়েছে রোমানিয়া ক্রিকেট দল। চলমান রোমানিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে বৃহস্পতিবার তুরস্ককে ১৭৩ রানে হারিয়েছে তারা। 


রেকর্ড এই জয়ের পেছনে মূল ভূমিকা রেখেছেন রোমানিয়ার ভারতীয় বংশোদ্ভুত ব্যাটসম্যান শিবকুমার পেরিওয়াল। মাত্র ৪০ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে রোমানিয়া।  



promotional_ad

এরপর ২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভারে মাত্র ৫৩ রানে অলআউট হয় তুরস্ক। ফলে রেকর্ডবুকে নাম লেখায় পেরিওয়ালদের দল। ৩১ বছর বয়সী পেরিওয়াল মূলত পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।  


অবসর সময়ে রোমানিয়ার ক্লাজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলে থাকেন তিনি। সম্প্রতি ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করায় জাতীয় দলে সুযোগ পান তিনি। আর এই সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগালেন পেরিওয়াল।  


ইনিংসটি খেলার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'নিজের পারফরম্যান্স ভাষায় বুঝিয়ে বলা শক্ত। এখানের একটি সফটওয়ার কোম্পানিতে চাকরি করি। উইকএন্ডে ক্লাজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলি। শেষ দু-বছর ধরে জাতীয় টি-টোয়েন্টি লিগে আমরাই চ্যাম্পিয়ন। আমার ক্লাবের ভাল পারফরম্যান্সের পরেই জাতীয় দলে খেলার জন্য নির্বাচিত হয়েছিলাম।'



এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল তারা। এবার সেই রেকর্ডটি নতুন করে লিখলো রোমানিয়া। 


টি-টোয়েন্টি ক্রিকেটে রান বিবেচনায় সর্বোচ্চ ব্যবধানের পাঁচটি জয়:


জয়ী দল পরাজিত দল জয়ের ব্যবধান সাল
রোমানিয়া তুরস্ক ১৭৩ রান  ২০১৯ 
শ্রীলঙ্কা  কেনিয়া  ১৭২ রান  ২০০৭
পাকিস্তান  ওয়েস্ট ইন্ডিজ  ১৪৩ রান  ২০১৮
ভারত  আয়ারল্যান্ড  ১৪৩ রান ২০১৮
ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ  ১৩৭ রান  ২০১৯ 


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball