স্বপ্ন বাঁচাতে বাংলাদেশের দরকার ৩১৫

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৩১৪/৯ (৫০ ওভার) (রোহিত ১০৪, রাহুল ৭৭, পান্ত ৪৮;মুস্তাফিজ ৫/৫৯, সাকিব ১/৪১, সৌম্য১/৩৩)
বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে ভারত। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের বড় সংগ্রহে দারুণ অবদান রেখেছেন রোহিত শর্মা। ৫ উইকেট নিয়ে ভারতকে নাগালের মধ্যে রেখেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তাই স্বপ্ন বাঁচাতে টাইগারদের দরকার ৩১৫ রান।
এজবাস্টনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা।

শুরু থেকেই এই দুই ওপেনার আক্রমণাত্মক খেলতে থাকেন। ব্যক্তিগত ৯ রানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের করা শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে বসেন রোহিত। কিন্তু সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন তামিম ইকবাল। ফলে মাত্র ৯ রানে জীবন পান এই ডানহাতি ব্যাটম্যান।
এরপর তিনি সেই ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তরিত করে দলীয় ১৮০ রানের মাথায় সৌম্য সরকারের বলে আউট হন। সৌম্যর করা বলটি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে ড্রাইভ করতে যান রোহিত।
ব্যক্তিগত ১০৪ রানে তিনি লিটন দাসের তালুবন্দি হয়ে ফেরেন সাজঘরে। রোহিত ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি ব্যক্তিগত্ত ৭৭ রানে রুবেল হোসেনের বলে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হন।
ভারতের মিডল অর্ডারে ধ্বস নামিয়েছেন মুস্তাফিজ। তিনি নিজের সপ্তম ওভারে জোড়া উইকেট শিকার করেছেন। ব্যক্তিগত ২৬ রানে এই বাঁহাতি পেসারের বলে মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
এরপর রানের খাতা খোলার আগেই হার্দিক পান্ডিয়াকে সৌম্য সরকারের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। শেষ দিকে ভারতের রান বাড়াতে থাকেন ঋষভ পান্ত। ৪৮ রান করা পান্তকে মোসাদ্দেকের ক্যাচ বানিয়ে আউট করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান।
এর ফলে ২৭৭ রানে পঞ্চম উইকেটের পতন হয় ভারতের। ৮ রান করা দীনেশ কার্তিককে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন মুস্তাফিজ। শেষ দিকে ধোনি ৩৭ রান করে মুস্তাফিজের বলে সাকিবকে ক্যাচ দেন।
ইনিংসের শেষ বলে ভুবনেশ্বর কুমার ২ রান করে রান আউট হন। ইনিংসের শেষ বলে মোহাম্মদ শামি বল্ড হয়ে মুস্তাফিজের পঞ্চম শিকার হলে সংগ্রহটা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যেতে পারেনি ভারত। তাদের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রানে।