অ্যালেন বোর্ডার মেডেল জিতলেন কমিন্স

ছবি: ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যালেন বোর্ডার মেডেল পেয়েছেন অজি পেসার প্যাট কমিন্স। মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাওয়ার্ডসে এই পুরস্কার তাঁর হাতে তুলে দেয়া হয়েছে।
২০১৮ সালের ৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পারফর্মেন্স বিবেচনায় এই পুরস্কার দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও আরব আমিরাত সফর করেছে।

২০১৮-১৯ সালের অ্যাশেজের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে অজিরা। এই সময়ে ভারতের বিপক্ষেও সিরিজ খেলেছে অজিরা। প্রায় প্রতিটি সিরিজেই দলকে সামনে থেকে পথ দেখিয়েছেন কমিন্স।
কমিন্স সব ফরম্যাট মিলিয়ে ৪৪ উইকেট নিয়েছেন এই সময়ের মধ্যে। তাঁর চেয়ে ৭ উইকেট বেশি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার অফ দ্যা ইয়ার হয়েছেন স্পিনার নাথান লায়ন।
এই পুরস্কারে নাথান লায়নের সাথে কমিন্সের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারকা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তিনি ১৩০২ রান করেছেন। অবশ্য ১৫৬ ভোট পেয়ে এই পুরস্কার হাতে তুলেছেন কমিন্স।
লায়ন পেয়েছেন ১৫০ ভোট। ফিঞ্চ পেয়েছেন ১৪৬ ভোট। এর আগে অনেক নামি দামি অজি ক্রিকেটাররা এই পুরস্কার জিতেছেন।