promotional_ad

উইন্ডিজদের নতুন কোচ বিতর্কিত পাইবাস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজ দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ক্যারিবিয়ানদের বিতর্কিত সাবেক বোর্ড পরিচালক রিচার্ড পাইবাস। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিক পোথাসের পরিবর্তে তাঁকে দায়িত্বটি দেয়া হয়েছে। ২০১৯ সালের ভারত সফর পর্যন্ত তাঁকে দায়িত্ব দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।


২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন পাইবাস। দায়িত্বে থাকাকালীন সময় অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন পাইবাস। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নির্বাচিত হতে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করার নিয়মটি পাইবাসেরী তৈরি। যার ফলে কয়েকজন সিনিয়র ক্রিকেটার জাতীয় দল ছেড়ে টি-টুয়েন্টি লিগগুলোতে মনোযোগ দিয়েছিলেন।



promotional_ad

এবার উইন্ডিজদের প্রধান কোচ হিসেবে এসেছেন তিনি। স্টুয়ার্ট ল'র বিদায়ের পর থেকে প্রধান কোচের পদটি খালি ছিল। দীর্ঘ দিন পর দলের জন্য কোচ হিসেবে কাউকে নিযুক্ত করতে পেরেছে উইন্ডিজ বোর্ড। এদিকে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে উইন্ডিজ এইচপি দলের পরিচালকের দায়িত্বে কাজ করছিলেন পাইবাস। সেখান থেকে এবার তাঁকে প্রধান কোচের দায়িত্বটি দেয়া হয়েছে।


তবে তাঁর কোচ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন উইন্ডিজ ক্রিকেটের অনেকে। ক্যারিবিয়ান সাবেক ওপেনার ডেসমন্ড হায়েন্স বোর্ডের কোচ নিয়োগের এই প্রক্রিয়ার বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ' এই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কখন দেয়া হল এবং তাঁর নিয়োগ সম্পর্কে বোর্ড সভাপতির কাছে জিজ্ঞাস করা জরুরী।'


পাইবাসের সময় উইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন স্যামিও এর বিরোধিতা করেছেন। নিজের টুইটারের পাতায় স্যামি লিখেছেন, ' মিথ্যা, মিথ্যা, মিথ্যা... সম্পূর্ণ বানোয়াট সংবাদ। আমি এখনও আশা করছি দুঃস্বপ্নটি সত্যি যেন না হয়। তাঁকে (পাইবাস) উইন্ডিজদের কোচ হিসেবে দেখতে চাই না।'



উইন্ডিজ বোর্ডের দায়িত্ব পাওয়ার আগে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন এই ইংলিশম্যান। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকায়ও কোচিং করিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball